Home / তথ্য প্রযুক্তি / মোবাইল হারালেও সেভ করা সব নাম্বার রেখে দেয়ার টিপস
মোবাইল হারালেও সেভ করা সব নাম্বার রেখে দেয়ার টিপস
প্রতীকী ছবি

মোবাইল হারালেও সেভ করা সব নাম্বার রেখে দেয়ার টিপস

মোবাইল ফোন হারানো, চুরি বা ছিনতাই হওয়াটা একটা কমন ব্যাপার। এ অবস্থায় নতুন মোবাইল, নতুন সিম কিনে নম্বরগুলো সংগ্রহ করা অনেক ঝামেলার ব্যাপার। অনেকে হয়তো সিম কোম্পানীতে টাকার বিনিময়ে ব্যাকআপ রাখেন।

যাইহোক টাকা ছাড়াই নম্বরগুলো আমি যে ভাবে সুরক্ষিত রেখেছি তা বলছি। এক্ষেত্রে শুধু কষ্ট করে একবারই নম্বরগুলো সেভ করতে হবে (বিষয়টি হয়তো অনেকের জানা, তবুও লিখছি)।

১। প্রথমে Gmail একাউন্টে প্রবেশ করুন, না থাকলে একটি আইডি খুলে নি।

২। একাউন্টে লগইন করে Gmail এ ক্লিক করুন।

৩। এখানে ৩টি ট্যাব এর মাঝে Contacts ট্যাবে ক্লিক করুন। এক্ষেত্রে নতুন করে Contacts ট্যাব চালু হবে।

৪। ডান দিকে নিচে Add new contacts ক্লিক করুন।

৫। নাম লিখে Create এ ক্লিক করুন

৬। এবার Phone ফিল্ডে আপনার নম্বর ইনপুট করুন। এখানে একজনের একাধিক নম্বর ইনপুট করতে শুধু Add Phone এ ক্লিক করে ফিল্ড বাড়াতে হবে।

৭। ইনপুট হলে সেভ করুন।

এবার মোবাইল ফোনে ইন্টারনেট চালু করে যে ID তে নাম এবং নম্বর সেভ করেছেন সেই ID দিয়ে Play Store এ লগইন করে বের হয়ে আসুন এবং তারপর ফোনবুক ট্যাব ওপেন করে সেটিং- এ শুধু Google একাউন্ট সেট করে দিন। একটু অপেক্ষা করে চেক করে দেখুন।

এভাবে আমি 352 টি নাম এবং নম্বর সেভ করেছি। নতুন নম্বর সেভ করার প্রয়োজন হলে Gmail এ সেভ করি আর কিছুক্ষনের মধ্যেই সেটা মোবাইল ফোনবুকে পেয়ে যাই।

লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন।