Home / উপজেলা সংবাদ / মৈশাদীতে চাঁদাবাজির মামলায় আটক ১

মৈশাদীতে চাঁদাবাজির মামলায় আটক ১

‎Saturday, ‎April ‎04, ‎2015  07:10:35 PM

আশিক বিন রহিম :

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের মমিন খান নামের এক প্রতিবন্ধীর কাছ থেকে জমি বিক্রির সময় ২ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় চাঁদপুর মডেল থানায় দায়েরকৃত মামলার ২নং আসামিকে আটক করেছে পুলিশ।

মডেল থানার এসআই ফিরোজ সঙ্গীয় ফোর্স নিয়ে মৈশাদী ২নং ওয়ার্ডের মিজি বাড়ির সিরাজ মিজি (৫৫) আটক করে থানায় নিয়ে আসে। আসামি আটকের পর একটি দালালচক্র তাকে ছাড়িয়ে নেয়ার জন্য পুলিশকে ম্যানেজ করার তদবির করতে দেখা যায়।

ঘটনার বিবরণে জানা যায়, মৈশাদী খান বাড়ির মতিন খানের ছেলে প্রতিবন্ধী আবদুল মমিনের কাছে এলাকার কিছু চাঁদাবাজ বিভিন্ন অযুহাতে চাঁদা দাবি করে। প্রতিবন্ধী মমিনের বাবা মতিন খান হঠাৎ করে প্যারালাইসিসে রোগে আক্রান্ত হয়ে পড়ে। বাবার চিকিৎসার জন্য নিজের সম্পত্তি বিক্রির চেষ্টা করে। এসময় জমি বিক্রির কথা জানতে পেরে মমিনের মামা সামছুল আরেফিন ইঙ্গিতে আটক চাঁদাবাজ সিরাজ মিজি প্রতিবন্ধী মমিনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এই সে বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলার ২নং আসামিকে পুলিশ আটক করার পরেও উপরমহলের তদবিরের কারণে ছেড়ে দেবে বলে বাদী পক্ষকে জানায়।

চাঁদপুর টাইমস : এমআরআর/এবিআর/2015