Home / খেলাধুলা / যে কারণে ওয়ানডেতে নেয়া হচ্ছে না মেহেদী হাসান মিরাজকে
যে কারণে ওয়ানডেতে নেয়া হচ্ছে না মেহেদী হাসান মিরাজকে

যে কারণে ওয়ানডেতে নেয়া হচ্ছে না মেহেদী হাসান মিরাজকে

টেস্টের পর একটা প্রশ্নই জোরালো হচ্ছে মিরাজ কেন ওয়ানডে দলে ছিলেন না। কিন্তু অভিজ্ঞ হাথুরুসিংহে বলছেন, মিরাজকে ওয়ানডেতে খেলানোর মতো কেনো পরিকল্পনাই তার ছিল না। এমনকি খুব তাড়াতাড়িও সেই পরিকল্পনা নেই।

ধারণা করা হচ্ছিল, মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে আফগানিস্তান সিরিজে মিরাজকে ডাকা হবে। সেটা যখন হয়নি, তখন মেহেদি হাসান মিরাজ অপেক্ষায় ছিলেন ইংল্যান্ড সিরিজের। সেখানেও দেখা গেল ওয়ানডেতে তার নাম নেই। অবশেষে টেস্টে সুযোগটা এসেই যায়। মাঠে নেমে বিশ্বকে চমকে দিয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়ে দেন।

দেশের ইংরেজি গণমাধ্যম ডেইলিস্টারকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান কোচ হাথুরুসিংহে বলেন, ‘আমি মনে করি না সে (মিরাজ) খুব তাড়াতাড়ি ওয়ানডে খেলবে। যদি আমি সেটা করি, তাহলে সঠিক কাজ করেছি বলে মনে করবো না।’

দুই টেস্টের সিরিজে এক মিরাজকে খেলতেই হিমশিম খেয়েছে ইংল্যান্ড। অভিষেকের এই দুই ম্যাচে মিরাজ মোট ১৯ উইকেট নিয়েছেন। দ্বিতীয় টেস্টে তার ১২ উইকেটের কল্যাণেই ১০৮ রানের জয় পায় স্বাগতিকরা।

এমন বোলারকে ওয়ানডে না খেলানোর যুক্তিও দিলেন কোচ, ‘এখন ওকে ওয়ানডে খেলালে ছন্দ হারাবে। টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে ও দারুণ ছন্দে আছে। টেস্ট আর ওয়ানডেতে বল করা ভিন্ন শৈল্পিকতার ব্যাপার। আমি মনে করি তাকে এর ভেতর ফেললে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে।’

‘এই সিরিজে সে দুইদলের মধ্যে সেরা বোলার ছিল। নতুন-পুরাতন বলে সঠিক গতি আর নিয়ন্ত্রণ রেখে বল করে গেছে। এক স্পেলে খারাপ করলে দ্বিতীয় স্পেলে ভালো করেছে। এখানেই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। আমি মনে করি তাকে ওয়ানডেতে আনলে সেটা বেশি তাড়াতাড়ি হয়ে যাবে।’

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৩:৩০ পিএম, ১ নভেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply