Home / চাঁদপুর / ‘চাঁদপুরের সব উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে’
Osman ghoni patwary

‘চাঁদপুরের সব উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে’

চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, মহান মুক্তিযুদ্ধের বিনিময়ে আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের অশেষ ঋণ। জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে মুক্তিযুদ্ধের চেতনায় রাষ্ট্র পরিচালনার বিকল্প নেই। বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে চাঁদপুর জেলার সকল উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।

তিনি আরো বলেন, চাঁদপুর জেলাকে বাল্যবিয়েমুক্ত ও মাদকমুক্ত করা হবে। জেলা পরিষদ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি জনসম্পৃক্ততা ধরে রাখতে হবে। কেবল উন্নয়ন দিয়ে মানুষের মন জয় করা যায় না। মানুষ জনপ্রতিনিধিদের কাছে ভালো আচরণ চায়, সুখে-দুঃখে তাদের পাশে পেতে চায়। চাঁদপুর জেলা পরিষদ জেলাবাসীর ভরসার স্থলে পরিণত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।

বুধবার (২২ মার্চ) দুপুরে জেলা পরিষদের মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) আবদুল মান্নান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মহিউদ্দিন রাসেল, কোষাধ্যক্ষ ইশবাল হোসেন প্রমুখ।

সভায় নবনির্বাচিত ২০জন সদস্যের সবাই উপস্থিত ছিলেন।

এদিকে দিন সকালে চাঁদপুর শহরতলীর মধ্য তরপুরচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলেন।

বিশেষ করে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের সাথে একযোগে জাতীয় সংগীত পরিবেশনসহ কিছু সময় কাটান।

তিনি শিশুদের মধ্যে চকলেট বিতরণ করেন এবং তাদের পড়াশোনার খবর নেন।

বিদ্যালয়ে সময় মতো ক্লাশ চালু করা, শতভাগ উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয়ের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে শিক্ষকদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান জেলা পরিষদ চেয়ারম্যান।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১০ : ২৬ এএম, ২৩ মার্চ ২০১৭, বৃহস্পতিবার
এইউ

Leave a Reply