Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মা ইলিশ রক্ষা অভিযান : মতলব উত্তরে ৫ জেলের কারাদণ্ড
মা ইলিশ রক্ষা অভিযান : মতলব উত্তরে ৫ জেলের কারাদণ্ড

মা ইলিশ রক্ষা অভিযান : মতলব উত্তরে ৫ জেলের কারাদণ্ড

চাঁদপুর মতলব উত্তর উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানে আটক ৫ জেলেকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ অক্টোবর) সকালে মেঘনা নদীতে মাছ ধরার সময় মতলব উত্তর থানা পুলিশ তাদের আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মুন্সীগঞ্জ জেলার বকচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. ফারুক (২৫), তার ভাই মো. জয়নাল (৩৫) ও মো. রাসেল (২০), একই গ্রামের মতিন ফকিরের ছেলে মো. রুবেল (২০) এবং হামিদ ফকিরের ছেলে মো. সালাউদ্দিন (২৫)।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার জানান, ‘নিষেধাজ্ঞার সময়ে ইলিশ ধরার অপরাধে তাদের দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।’

মতলব উত্তর করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০২:০০ পিএম, ১৬ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply