Home / আন্তর্জাতিক / প্রবাস / মালয়েশিয়ায় বাংলাদেশিদের ঈদ উদযাপন
মালয়েশিয়ায় বাংলাদেশিদের ঈদ উদযাপন

মালয়েশিয়ায় বাংলাদেশিদের ঈদ উদযাপন

বশির আহমেদ ফারুক,মালয়েশিয়া থেকে:
পর্যটন নগরী মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশীরা বুধবার (৬ জুলাই) পবিত্র ইদুল ফিতর পালন করেছেন।

স্থানীয় সময় সকাল ৯ টায় রাজধানী শহর কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের পরিচালনায় সিতিওয়াংসা বাংলা মসজিদের ঈদের বড় জামায়াত অনুষ্ঠিত হয় সামনে।

জামায়াতে নামাজ আদায় শহরের ভিবিন্ন মহল্লা থেকে ছুঠে আসেন প্রবাসী। সুষ্টু ভাবে নামাজ আদায়ের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন। শত শত প্রবাসীদের উপস্তিতিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদের নামাজ আদায় করেন তারা।

নামাজ শুরু হওয়ার আগে বয়ান পেশ করেন, বাংলা মসজিদের খতিব মাওলানা রেজাউল হক ও হাফেজ মাও: মুফতি ইকরামুল হক।

তিনি তার বয়ানে বলেন, আনন্দ প্রকাশের এক অপূর্ব উৎসব হচ্ছে ইদ। কুলষমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে একে অপরকে বুকে জড়িয়ে ধরার এমন আবেগ আপ্লুত করে দিয়েছে আমাদের। এ মহামান্বিত খুশির দিনটিকে বরণ করে নেয়ার জন্য রয়েছে কিছু নির্দিষ্ট নিয়মনীতি রয়েছে। ইদকে সত্যিকার পরম করুনাময়ের কাছে গৃহীত করতে চাইলে সবধরনের কৃত্রিমতা ও লৌকিকতার মুখোশ ঝেরে ফেলে অনাবিল আনন্দেমেতে ওঠার আহবান জানাই।

ঈদের জামায়াতে প্রবাসী মুসল্লিদের মাঝে অংশগ্রহণ করেন, মো: কবির ভ’ইয়া, মো:মনিরুজ্জামান মনির, দেলোয়ার হোসেন মজনু, কাইয়ূম সরকার, মাহবুব আলম শাহ, রাজু ইমান আলি হানিফ, এস এম জাহাঙ্গীর,পিয়ার আহমদ আকাশ এবং জাতীয় দৈনিক যুগান্তরের সিটি এডিটর বি এম জাহাঙ্গীর মালয়েশিয়ায় কর্মরত ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সকল ধর্মপ্রান মুসলমান প্রবাসীরা। এদিকে বায়তুল মোকাররাম বাংলা মসজিদে অনুষ্টিত ঈদের নামাজ আদায়ে সবধরনের নিরাপত্তা দিয়েছে ডিবি কেএল ও পুলিশ প্রশাসন।

এ দিকে ঈদ উদযাপনে মালয়েশিয়াস্ত বাংলাদেশ হাই কমিশন, ব্যবসায়ী, রাজনৈতিক, মুক্তিযোদ্বা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রবাসীদেরকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া ছুবাংজায়া বাংলা মসজিদ, ক্লাং, পেনাং, ছুঙ্গাই ভুলু, পুচং, মালাক্কা, জহোরভারোতেও ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসীরা।

প্রতিবেদক- বশির আহমেদ ফারুক, মালয়েশিয়া করেসপন্ডেন্ট

Leave a Reply