Home / চাঁদপুর / সাইনবোর্ডে মাদ্রাসা প্রতিষ্ঠাতার নাম মুছে দিয়েছে দুর্বৃত্তরা
সাইনবোর্ডে মাদ্রাসা প্রতিষ্ঠাতার নাম মুছে দিয়েছে দুর্বৃত্তরা

সাইনবোর্ডে মাদ্রাসা প্রতিষ্ঠাতার নাম মুছে দিয়েছে দুর্বৃত্তরা

চাঁদপুর পৌর ১২নং ওয়ার্ডের পূর্ব নাজির পাড়ায় মোহাম্মদিয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা এবং ভূমিদাতার নামসহ সাটানো সাইনবোর্ড থেকে দুবৃর্ত্তরা নাম মুছে দিয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠাতা পরিবার।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় গতকাল মঙ্গলবার (২৮ মার্চ) প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষে মো. শফিক তালুকদার একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, চাঁদপুরের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মরহুম মান্নান তালুকদার এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা ও ভূমিদান করেন।

প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছিল। হঠাৎ করে একটি মহল প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠানের নাম মুছে ফেলার চেষ্টা করেছে।

এ ধারাবাহিকতায় গত ২৭ মার্চ দিবাগত মধ্য রাতে কালো কালি দিয়ে প্রতিষ্ঠাতা ও মাদ্রাসার নাম দিয়ে সাঁটানো সাইনবোর্ডটি কালো কালি দিয়ে মুছে দিয়েছে।

পথচারী ও এলাকাবাসী এ অবস্থা দেখে চাঁদপুর মডেল থানাকে জানালে মডেল থানার এস আই আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী এ বিষয়ে বুধবার সন্ধ্যায় এক জরুরি বৈঠক করেন।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
আপডেট, বাংলাদেশ সময় ০১: ০০ এএম, ২৯ মার্চ ২০১৭, বুধবার
ডিএইচ

Leave a Reply