Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / মাদক বাল্য বিবাহ ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভা
মাদক বাল্য বিবাহ ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভা

মাদক বাল্য বিবাহ ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভা

চাঁদপুর সদর উপজেলায় রাজরাজেস্বর ইউনিয়নে ওমর আলী উচ্চ বিদ্যালয়ে মাদক বাল্য বিবাহ ইভটেজিং প্রতিরোধ কল্পে আলোচনা সভা মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান।

তিনি বক্তব্যে বলেন, ‘বিদ্যালয়ের উন্নয়নের জন্য সকল ধরনের সুবিধা দেয়া হবে। আপনারা যারা এ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তারা ছাত্র-ছাত্রীদের এমন শিক্ষা গড়ে তুলুন তারা যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। বাল্য বিবাহ কে না বলুন, বাল্য বিবাহের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখানে যারা শিক্ষার্থী রয়েছে তারা পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগি হতে পারে সেদিকে সকলকে লক্ষ রাখতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ মুনিরা চৌধুরী, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা কামাল, রাজরাজেস্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলী বেপারী প্রমুখ

প্রতিবেদক- আনোয়ারুল হক
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫০ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply