Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স : চাঁদপুর জেলা প্রশাসক
মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স : চাঁদপুর জেলা প্রশাসক
ফাইল ছবি

মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স : চাঁদপুর জেলা প্রশাসক

চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ী বা সেবনকারীদের সাথে কোন আপোষ নেই। পুরো চাঁদপুরে কারা মাদক বিক্রি ও সেবন করে তাদের তালিকা আমার কাছে রয়েছে।’

বুধবার (১৯ এপ্রিল) বিকেলে কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এ জেলার প্রতিটি উপজেলায় কোন অবস্থাতেই মাদক বিক্রেতা-সেবনকারীসহ অসামাজিক কাজে যারাই লিপ্ত রয়েছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। এছাড়াও চুরি, ডাকাতি পূর্বের চেয়েও অনেক কমে এসেছে।

জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জনপ্রতিনিধি ও সরকারের দপ্তর শাখায় যারা যে দায়িত্বেই রয়েছেন সকলেই সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাবেন।

মতবিনিময় শেষে আব্দুস সবুর মন্ডল কাদলা ভূমি অফিস পরিদর্শন করেন এবং কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, কচুয়া থানার ওসি (তদন্ত) সামছুল হক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু প্রমুখ।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু, কচুয়া
আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৩ পিএম , ১৯ এপ্রিল ২০১৭, বুধবার
ডিএইচ

Leave a Reply