Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ
মতলব দক্ষিণে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ

মতলব দক্ষিণে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ

মতলব দক্ষিণে যুব সমাজের যৌথ উদ্যোগে ‘আলোকিত সমাজ’ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে অনুষ্ঠিত হয়।

উপজেলার নারায়ণপুর বাজার থেকে মাদক বিরোধী র‌্যালি বের হয়ে মতলব পেন্নাই সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

ঢাকা সিটি কর্পোরেশন পৌর ও কর্মচারী ফেডারেশনের মহাসচিব মো. মোশারফ হোসেন মিলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।

তিনি বলেন, ‘আজ সমাজে অরাজকতা সৃষ্টির একমাত্র কারণই হচ্ছে মাদক। মাদক এখন গ্রামে গঞ্জে, আনাচে কানাচে ছেয়ে গেছে। হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। এতে করে যুব সমাজের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরাও এ নেশায় আশক্ত হয়ে নিজে ধ্বংশ হচ্ছে এবং সমাজ ব্যবস্থাকে ধ্বংশের দিকে ধাবিত করছে। তাই এ সমাজ ব্যবস্থাকে ধ্বংশের হাত থেকে রক্ষা করতে হলে এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রমকে উৎসাহিত করতে হবে। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ ভয়ানক ব্যাধির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে। এ ব্যাপারে আমার সর্বাত্মক সহযোগীতা অব্যাহত থাকবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার সাব ইন্সপেক্টর মো. জহিরুল ইসলাম, মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম সরকার, চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক মো. বিল্লাল হোসেন, খাদেরগাঁও ইউপির প্যানেল চেয়ারম্যান শেষ ফজলুল করিম সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি, রিয়াদুল আলম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক আশ্রাফুল ইসলাম সোহাগ, ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, যুবদল নেতা সুলতান কাজী, মিঞা মামুন, প্রবাসী যুবলীগ নেতা দিপু প্রধান, ছাত্রলীগ নেতা তাহেরুল ইসলাম সাদ্দাম, আলাউদ্দিন মিয়াজী, ছাত্রদল নেতা জহিরুল ইসলাম, শাহীন সরকার, সোহের রানা প্রধান, সজিব মজুমদার।

সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন রনি, তৌহিদুল ইসলাম, নুরুজ্জামান, সোলায়মান, তৌহিদ সিরাজ, গোলাম রাব্বানী, তামজীদ সিমান্ত, নেওয়াজ শরীফ অন্তর, রিয়াদ, শাহপরান, হামিদ, রাকিব, মহসিন, মাসুম, মোঃ হাবিব, এনামুল, রিফাত, শফিউল, বোরহান, মিজান, জুয়েল প্রমুখ।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
আপডেট,বাংলাদেশ সময় ১২ : ৩০ এএম, ১ জুলাই ২০১৭,রোববার
এইউ

Leave a Reply