Home / আবহাওয়া / ঈদের দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে

ঈদের দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে

সোমবার পবিত্র ঈদুল ফিতর । ঈদের দিন দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

রোববার (২৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়, এই সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। উত্তর বঙ্গোপসাগরের বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলের অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংরাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারী অবস্থায় বিরাজ করছে।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৮ : ৪০ পিএম, ২৫ জুন ২০১৭, রোববার strong>
এইউ

Leave a Reply