Home / উপজেলা সংবাদ / হাইমচর / ‘মা-ই পারে সন্তানকে মাদক জঙ্গি ও বাল্যবিবাহ মুক্ত রাখতে’
মা-ই পারে সন্তানকে মাদক জঙ্গি ও বাল্যবিবাহ মুক্ত রাখতে

‘মা-ই পারে সন্তানকে মাদক জঙ্গি ও বাল্যবিবাহ মুক্ত রাখতে’

চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন, ‘মা-ই পারে সন্তানকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ থেকে মুক্ত রাখতে। প্রত্যেক মাকে তাঁর সন্তানের ব্যাপারে প্রধান প্রহরীর দায়িত্ব নিতে হবে। কারণ সন্তান বেশি সময় তার মায়ের কাছেই থাকে।’

বুধবার (২ নভেম্বর) সকাল ১০ টায় হাইমচর উপজেলা অডিটরিয়মে কমিউনিটি পুলিশিংয়ের সমাবেশ ও ওপেন হাউজডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘জনগণকে সাথে নিয়ে আমরা সন্ত্রাস জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধ করবো। পোশাকধারী পুলিশের পক্ষে অপরাধ দমন সম্ভব নয়। তাই পুলিশের সাথে জনগণকে অপরাধ দমনে সহযোগিতা করতে হবে। মাননীয় প্রধান মন্ত্রী কমিউনিটি পুলিশিংএর উপরে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন।’

হাইমচর থানা অফিসার ইনচার্জ আলহাজ্ব সৈয়দ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও বাজাপ্তী রমনী মহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নজরুল ইসলাম, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম কবির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. কাউসার মিয়াজি, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম প্রমুখ।

: আপডেট, বাংলাদেশ সময় ৬:০০ পিএম, ২ নভেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

মা-ই পারে সন্তানকে মাদক জঙ্গি ও বাল্যবিবাহ মুক্ত রাখতে

About The Author

প্রতিবেদক- বি এম ইসমাইল, হাইমচর

Leave a Reply