Home / চাঁদপুর / মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে র‌্যালি ও আলোচনাসভা
chandpur-mohila-awamiligue

মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে চাঁদপুরে র‌্যালি ও আলোচনাসভা

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বুধবাবার (২৭ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে র‌্যালি আলোচনা সভা ও কেক কাটা অনুষ্টিতত হয়েছে।

চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।

বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ্যভাবে কাজ করতে হবে। নৌকা প্রতীক হলো বাংলার জনগণের আস্হার প্রতীক, তাই এ প্রতীকের বাহিরে কোন কিছু করার সুযোগ নেই। কেউ যদি দেশ নেত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা আদেশকে অমান্য করে তাহলে তাকে কোনো ছাড় দেয়া হবে না।
মেয়র বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সবাই জাতির জনকের আদর্শের নীতিতে আগামী দিনের পথ চলায় এগিয়ে যাবে এদেশ ও জাতি। বর্তমানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ, বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। এখন আর পিছনের দিকে আর তাকানোর সময় নেই আমাদের। দেশ এগিয়ে যাচ্ছে আরো এগিয়ে যাবে সকলের সম্মিলিত প্রচেষ্টায়।

আলোচনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর এর সভাপতিত্বে ও সদস্য আয়েশা রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী,সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী নাজিম উদ্দিন দেওয়ান, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা খোদেজা রহমান, সদস্য আয়েশা রহমান লিলি, ফেরদৌসি বেগম, সদর আওয়ামী লীগের সভাপতি সাহিদা বেগম, সাধারণ সম্পাদিকা নাহিদা সুলতানা, চাঁদপুর পৌর মগিলা লীগের সভাপতি শীপ্রা দাস, সাধারণ সম্পাদিকা খালেদা আক্তার, মনোয়ারা হারুন প্রমুখ।

আলোচনা শেষে কেক কাটা হয় এবং শহরের প্রধান প্রধান সড়কগুলোতে র‌্যালির মাধ্যমে প্রদক্ষিণ করা হয়।

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি, ২০১৯

Leave a Reply