Home / চাঁদপুর / মরহুম নুরুল হুদার নামাজে জানাযার সময় নির্ধারণ
মরহুম নুরুল হুদার নামাজে জানাযার সময় নির্ধারণ
নুরুল হুদা (ফাইল ছবি)

মরহুম নুরুল হুদার নামাজে জানাযার সময় নির্ধারণ

বাংলাদেশ সরকারের সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী, বর্ষিয়ান বিএনপি নেতা মরহুম নুরুল হুদার নামাজে জানাযা আজ রোববার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা ৩০ মিনিটে মতলব দক্ষিণ নিউ হোস্টেল মাঠে ও বিকাল ৩টায় মতলব উত্তরে হুদা সাহেবের নিজ বাড়ি বাগানবাড়ি ইউনিয়নের খন্দকার কান্দি গ্রামে অনুষ্ঠিত হবে।

উক্ত নামাজে জানাযায় বিএনপি, বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও দলমত নির্বিশেষে সকল মমিন-মুসলমানকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

এদিকে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী চাঁদপুরের কৃতি সন্তান মো. নুরুল হুদার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাইমচর উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

শোকবার্তায় হাইমচর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী ও সাধারন সস্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক জানান, দেশের এই ক্রান্তিকালে নুরুল হুদার মৃত্যু খুবই দুঃখজনক। তার অকাল মৃত্যুতে বিএনপিসহ দেশ ও জাতির অপূরণীয় যে ক্ষতি হয়েছে তার পুরণ হবার নয়।

শোকবার্তায় বিএনপি নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ০৭: ৩০ পিএম, ২৮ জানুয়ারি ২০১৭, শনিবার
ডিএইচ

Leave a Reply