Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মন্ত্রী আসলেই কর্মকর্তারা তৎপর হয়ে ওঠে : মতলবে ওবায়দুল কাদের
Obaydul motlob
চাঁদপুরে ধনাগোদা নদীর ওপর নির্মাণাধীন মতলব সেতুর কাজ পরিদর্শনে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)

মন্ত্রী আসলেই কর্মকর্তারা তৎপর হয়ে ওঠে : মতলবে ওবায়দুল কাদের

সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মন্ত্রী আসলেই সওজ কর্মকর্তারা তৎপর হয়ে ওঠে চুলা জালিয়ে বসে থাকে। নিজেদের দায়িত্ব পালন করছেন না অনেকেই। দায়িত্ব অবহেলার জন্য ছোট ছোট গর্তগুলো বড় হয়ে ওঠছে। যানজট নিরসনের জন্য কোরবানীর ঈদের আগেই সকল রাস্তা দখল মুক্ত করা হবে।’

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে মেঘনা ধনাগোদা নদীর ওপড় নির্মানাধীন মতলব সেতু পরিদর্শনে এসে সড়ক ও সেতু মন্ত্রী এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমান, মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির, সেক্রেটারি বিএইচ কবির আহমেদ, ছাত্রলীগের আহবায়ক আল আমিন ফরাজী।

২০১৫ সালের অক্টোবরে সেতু নির্মান কাজ উদ্ধোধন করা হয়। এবং দরপত্র মোতাবেক ২০১৭ সালের জুন-জুলাই নির্মান কাজ শেষ করা কথা।

৩০৪ দশমিক ৫১ মিটার এ সেতুর ল্যান্ড একোয়ারসহ বরাদ্দ দেয়া হয়েছে ৮৪ কোটি ৬০ লাখ টাকা। ইতোমধ্যে নির্মাণ কাজের ৬০ ভাগ কাজ শেষ হয়েছে বলে নির্মাণকারি প্রতিষ্ঠান জানায়।

মন্ত্রী আসলেই কর্মকর্তারা তৎপর হয়ে ওঠে : মতলবে ওবায়দুল কাদের

About The Author

প্রতিবেদক- পলাশ রায়, মতলব দক্ষিণ

Leave a Reply