Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / ‘এসো তরুণ খেলার মাঠে, নিয়ো না মাদক হাতে’
Niyona Madohk

‘এসো তরুণ খেলার মাঠে, নিয়ো না মাদক হাতে’

‘এসো তরুণ খেলার মাঠে, নিয়ো না মাদক হাতে’ এ স্লোগান বাস্তবায়নে মতলব পৌরসভার ওয়ার্ড ভিত্তিক প্রথম অান্তঃজেলা মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা রোববার (৮ অক্টোবর) বিকাল ৪টায় মতলব নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমেই মাদক, বাল্য বিয়ে ও জঙ্গীবাদ বিরোধী প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে লেখা পড়ার পাশাপাশি যুবকদেরকে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। নিয়মিত খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য যে ভালো থাকে, তেমনি মেধাও বিকশিত হয়।

বক্তরা আরো বলেন প্রত্যকে প্রত্যেকের সন্তানদেরকে ক্রীড়ামূখী করে তুলবেন। তাহলেই আমাদের সন্তানরা মাদকসহ সকল অপরাদ মূলক কর্মকান্ড থেকে বিরত থাকবে এবং চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর মাদক বিরোধী মিশন সাফল্য অর্জন করবে।

মতলব দক্ষিণ থানা পুলিশের আয়োজনে ও মতলব পৌরসভার ব্যবস্থাপনায় উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কুতুব উদ্দিন। খেলাটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জহিরুর ইসলাম আলেকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যপক সিরাজুল মোস্তফা তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চাঁদপুরের সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) রাজন কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম গিয়াস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবুল বাসার পারভেজ, মতলব দক্ষিন থানা ইন্সপেক্টর (তদন্ত) মোঃ ইব্রাহিম খলিল, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, সাধারন সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, মতলব পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আহিজল মুন্সী, মহিলা কাউন্সিলর দিলারা আক্তার বিল্পবী, সাজেদা আক্তার, আল রশিদ ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান জুয়েলসহ, অন্যান্য নেতৃবৃন্দ।

খেলা পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ আনোয়ার হোসেন। উদ্বোধনী খেলায় মতলব পৌরসভার ১নং ওয়ার্ড ২-০ গোলে ৭নং ওয়ার্ডকে হারিয়ে বিজয় লাভ করে।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ ০৫:০৩ পিএম, ০৮ অক্টোবর, ২০১৭ রোববার
ডিএইচ

Leave a Reply