Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে বই বিতরণ করলেন ত্রাণমন্ত্রী মায়া চৌধুরী
মতলব দক্ষিণে বই বিতরণ করলেন ত্রাণমন্ত্রী মায়া চৌধুরী

মতলব দক্ষিণে বই বিতরণ করলেন ত্রাণমন্ত্রী মায়া চৌধুরী

মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনা মূল্যের বই বিতরণ রোববার(১ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খানের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার (ভারপাপ্ত) জুলফিকার আলী জনির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি।

তিনি বলেন, বর্তমান সরকার বছরের শুরুতে সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করায় লেখাপড়ার গুণগত মান বৃদ্ধি পেয়েছে। প্রতিবছরই শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। যথাসময়ে ছাত্র-ছাত্রীরা নতুন বছরের পাঠ্যপুস্তক পেয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে লেখাপড়ার প্রতি মনোযোগি হচ্ছে। এ সরকার যতদিন ক্ষমতায় থাকবে শিক্ষা ব্যবস্থার এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের সাবেক ভিসি প্রকৌশলী অধ্যাপক ডা. আব্দুল মতিন পাটোয়ারী, ডিজিএমএস মেজর জেনারেল (অব.) ডা. মোখলেছুর রহমান, সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. শোয়েব আহম্মেদ, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের নব-নির্বাচিত সদস্য মো. আল-আমিন ফরাজীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

প্রতিবেদক-মাহফুজ মল্লিক
।। আপডটে, বাংলাদশে সময় ১১: ৩৬ পিএম, ১ জানুয়ারি ২০১৭ রোববার
এইউ

Leave a Reply