Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে ১২ গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন
মতলব উত্তরে ১২ গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

মতলব উত্তরে ১২ গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন

চাঁদপুর মতলব উত্তর উপজেলায় ১২ গ্রামে বিদ্যুৎ সংযোগ শুক্রবার (৯ জুন) সকাল ১১টায় ছেঙ্গারচর পৌর মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি।

তিনি বলেন কাজের জন্য আর মতলবের কোন ছেলেকে বিদেশ যেতে হবে না। আগামী ২ বছরে মতলব অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ হবে। আগামী ২ বছরের মধ্যে মতলবের সকল উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হবে। এবং আগামী এক বছরের মধ্যে মতলব উত্তরের কোন ঘর বিদ্যুতের বাইরে থাকবে না।

এমপি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অঙ্গীকার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া, তা বাস্তবায়নের লক্ষ্যে মতলবের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।যে সকল বেকার যুবক কর্মসংস্থানের জন্য বিদেশে গেছে তাদেরকে আগামী ৫ বছরের মধ্যে দেশে এনে কাজে লাগানো হবে। এই এলাকার মানুষের মুখে যেন সবসময় হাসি থাকে সে ব্যবস্থা আমি নিচ্ছি।

ছেঙ্গারচর পৌর মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজের সভাপতিত্বে ও কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালী, পৌর স্বেচ্ছাসেবলীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য রিয়াজ উদ্দিন মানিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, চাঁদপুর পবিস-২ এর জেনারেল ম্যানেজার মো. আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, মোহনপুর ইউপি চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সরকার ইমন, মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম মো. আবুল কালাম, জেলা পরিষদের সদস্য (পরিচালক) মিনহাজ উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, আওয়ামী লীগ নেতা আহার চৌধুরী,সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান মনজুর মোর্শেদ স্বপন, কলাকান্দা ইউপি চেয়ারম্যান আ. ছোবহান সরকার, সুভা, ফরাযীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, ছেংগারচর পৌর কাউন্সিলর আ. সালাম খান, আ. মান্নান বেপারী, মো. জহিরুল হক, বোরহোন উদ্দিন, রুহুল কুদ্দুস, মো. আল-আমিন সরকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিল্লাতুন্নেছা মিলি, মনোয়ারা বেগম, শিউলী বেগম, পৌর যুবলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান, পৌর যুবলীগ নেতা মো. শামীম প্রধান, আ. সাত্তার বাবু, মতলব ইয়াং ক্লাবের সভাপতি আশফাক হোসেন চৌধুরী মাহি, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুব আলম বাবু, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি কামরুল হাসান মামুন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম অপু, পৌর ছাত্রলীগের সভাপতি তোফায়েল হোসেন প্রমূখ।

প্রসঙ্গত, নাউরী, ফতেপুর, সাহাবাজকান্দি, ঝিনাইয়া, মোস্তফাপুর, লুধুয়া, ঠাকুরচর, সোনারপাড়া, মান্দারতলী, আদুরভিটি ও গৈপুরসহ মোট ১২টি গ্রামে ১ হাজার ৪৭১ টি পরিবারের মধ্যে মোট ২২.০৪ কি.মি. বিদ্যুৎ উদ্বোধন করেন মন্ত্রী।

এরমধ্যে আবাসিক সংযোগ ১ হাজার ৪১৫ টি ও বাণিজ্যিক ২৪ টি। লাইন নিমার্ণ ব্যয় হয় মোট ৩ কোটি ৩০ লাখ ৫৪ হাজার টাকা।

কামাল হোসেন খান কামাল, মতলবা উত্তর
: আপডেট, বাংলাদেশ সম ৯ : ০০ পিএম , ৯ জুন ২০১৭, শুক্রবার
এইউ

Leave a Reply