Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে হ্যান্ডকাফসহ মোটর বাইক চুরির আসামি পলায়ন, অত:পর…
মতলব উত্তরে হ্যান্ডকাফসহ মোটর বাইক চুরির আসামি পলায়ন, অত:পর...

মতলব উত্তরে হ্যান্ডকাফসহ মোটর বাইক চুরির আসামি পলায়ন, অত:পর…

চাঁদপুরের মতলব উত্তরে গ্রেপ্তারের পর হ্যান্ডকাফ পড়া এক আসামি পালিয়ে যায়। এর দুই ঘণ্টা পর পুলিশ ফের ওই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মতলব উত্তরে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আসামি সুজন উপজেলার আদুরভিটি গ্রামের ওমর আলীর ছেলে। তিনি একটি মোটরসাইকেল চুরি মামলার আসামি।

জানা যায়, শুক্রবার রাতে মতলব উত্তর থানার এএসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মোটরসাইকেল চুরি মামলার আসামি সুজন ওরফে বেজিকে (২৫) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়ে আহত হন তিনি। শনিবার দুপুরে তাকে চিকিৎসা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বেলা সাড়ে ১২টার দিকে উপস্থিত পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফসহ হাসপাতাল থেকে পালিয়ে যান সুজন। পরে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ছোটমরাদোন গ্রাম থেকে হ্যান্ডকাফ পড়া অবস্থায় পুলিশের এসআই সুফল চন্দ্র সিংহ সুজনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার সুজন হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা অস্বীকার করেন মতলব উত্তর থানার ওসি আনোয়ারুল হক। তিনি বলেন, আসামি লকারেই রয়েছে। অন্যদিকে, অভিযানে অংশ নেওয়া এসআই সুফল চন্দ্র সিংহ দুপুর আড়াইটায় এই প্রতিবেদককে বলেন, “পালিয়ে যাওয়া আসামিকে এইমাত্র গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ”

ঘটনা সম্পর্কে শনিবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের গাফিলতি রয়েছে কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে দায়িত্বে অবহেলার জন্য জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর রাতে উপজেলার মুদাফফর এলাকার আবু ইউসুফ নামের এক ব্যক্তি টিভিএস কম্পানির অ্যাপাচি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মামলা হলে পাঁচ দিনের মাথায় চুরি হওয়া মোটরসাইকেলসহ সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

করেসপন্ডেন্ট
: : আপডেট, বাংলাদেশ ০৬: ০৩ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০১৭ শনিববার
ডিএইচ

Leave a Reply