Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ৫০৮
মতলব উত্তরে সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ৫০৮

মতলব উত্তরে সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ৫০৮

পিএসসিতে পাশের হার ৯৭.২৫% ও ইবতেদায়ী ৯৯%

মতলব উত্তর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও ইবতেদায়ী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। দুপুর ২টায় মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মোঃ মনজুর আহমদ মঞ্জু ও উপজেলা নির্বাহী উপজেলা নির্বাহী অফিসার একেএম মোহাম্মদ মফিজুল ইসলামের নিকট আনুষ্ঠানিকভাবে পেশ করেন- উপজেলা শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন।

ফলাফল অনুযায়ী পিএসসিতে ৬ হাজার ৬শ ৩৫ জন পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ৬ হাজার ৬’শ’০৬ জন। ২৯ জন পরীক্ষার্থী ফেল করেছে। পাসের হার ৯৭.২৫ শতাংশ। আর পিএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৫শ’০৫জন। এর মধ্যে ৩ হাজার ১শ’৬৯ জন বালকের মধ্যে পাশ করেছে ৩ হাজার ১৫৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭৬জন বালক। ফেল করেছে ১৬ জন। ছেলেদের পাসের হার ৯৯.৫০%।

অপরদিকে ৩ হাজার ৪শ’৬৬ জন বালিকা পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩ হাজার ৪শ’৫৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৩২৯জন। ফেল করেছে ১৩ জন। মেয়েদেও পাশের হার ৯৯.৬২%। অপরদিকে ইবতেদায়ীতে ৩শ’২৪ জন পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে ৩শ’১১ জন। পাশের হার ৯৯%। ইবতেদায়ীতে জিপিএ-৫ পেয়েছে ৩জন। অপরদিকে কিন্ডারগর্টেন স্কুল থেকে ৪শ’৮৫জন পরীক্ষার্থীর মধ্যে ৪শ’৮২জন পাশ করেছে। ফেল করেছে ০৩ জন। পাশের হার ৯৮.৩৭%।

কামাল হোসেন খান, মতলব উত্তর করেসপন্ডেন্ট

 

 

|| আপডেট: ১০:৫৬ এএম, ০১ জানুয়ারি ২০১৬, শুক্রবার

এমআরআর