Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে মনোয়নপত্র জমা দিয়েছেন যারা
মতলব উত্তরে মনোয়নপত্র জমা দিয়েছেন যারা

মতলব উত্তরে মনোয়নপত্র জমা দিয়েছেন যারা

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে প্রার্তীদের মনোয়ন পত্র দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার মনোয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমূখর পরিবেশে বিভিন্ন প্রার্থীরা মনোয়ন পত্র দাখিল করেছেন।

মতলব উত্তর উপজেলা রিটার্নিং অফিসার মোঃ মফিজুল ইসলামের কার্যালয়ে ইউএনও ও রিটার্নিং অফিসারের হাতে আ’লীগের চুড়ান্ত (মনোনীত) প্রার্থী ও বর্তমান মেয়র আলহাজ্ব মোঃ রফিকুল আলম জর্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু,উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল ও ছেংগারচর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান ঢালীকে নিয়ে মনোয়ন পত্র দাখিল করেন।

এসময় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রণমন্ত্রীর পিএস বীর মুক্তিযোদ্ধা মোঃ তমিজ উদ্দিন, ষাটনল ইউপি চেয়ারম্যান একেএম শরীফ উল্যাহ সরকার, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন মুরাদ, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন মোল্লা, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রিপন,ছেংগারচর পৌর ছাত্ররীগের সভাপতি মাহাবুব আলম বাবুসহ আ’লীগ,যুবরীগ ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আধাঘন্টা আগে বিকেল ৩টার সময় ছেংগারচর পৌরসভার মেয়র পদে বিএনপির দলীয় মনোনীত মেয়র প্রার্থী ছেংগারচর পৌ বিএনপির যুগ্ন-আহবায়ক মোঃ সারোয়ারুল আবেদিন খোকন জাতীয়তাবাদী যুবদলের কেন্ত্রীয় কমিটির আর্šÍজাতিক বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান চৌধুরীকে সাথে নিয়ে উপজেলা রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলামের হাতে মনোয়ন পত্র দাখিল করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান নির্ভয়ে তাদের মনোয়ন পত্র দাখিল করতে সহযোগিতা করেন। এবং বিএনপির নেতাকর্মদেরকে আপ্যায়ন করেন। এসময় বিএনপির নেতাদের মধ্যে জেলা বিএনপি নেতা অ্যাড. জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি নেতা আঃ গনি মোল্লা ও মেয়র প্রার্থীর ছোট ভাই মোঃ মামুন উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা সহকারী রিটার্ণিং অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাচন অফিসার কাজী মোঃ হেকমত আলীর কাছে সকাল থেকে প্রার্থীদের মনোয়ন পত্র দাখিল শুরু হয়। মনোয়ন পত্র দাখিলের শেষ সময়পর্যন্ত নির্বাচন অফিস সূত্রে জানা গেয়ে পৌরসভার মেয়র পদে আ’লীগের মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব রফিকুল আলম জর্জ ও বিএনপির মনোনীত মেয়র প্রার্থী সারোয়ারুল আবেদিন খোকন এই দুইজনই মেয়র পদে মনোয়ন পদে মনোয়নন পত্র দাখিল করেছেন। এছাড়া সাধারণ কাইন্সলর পদে ১নং ওয়ার্ডে ২ জন, ২নং ওয়ার্ডে ২ জন, ৩নং ওয়ার্ডে ৫জন, ৪নং ওয়ার্ডে ৭জন, ৫নং ওয়ার্ডে ৫জন, ৬নং ওয়ার্ডে ৫জন, ৭নং ওয়ার্ডে ৭জন, ৮নং ওয়ার্ডে ৪জন ও ৯নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী মোট ৪০) জন কাউন্সিরর প্রার্থীমনোয়ন পত্র দাকিল করেছেন। এছাড়াও গত বুধবার সাধারণ কাউন্সিলর পদে ৪জন প্রার্থী মনোয়ন পত্র দাখিল করেছিলেন। এছাড়াও সংরক্ষিত মহিলা আসনের ১নং ওয়ার্ডে ৪জন, ২নং ওয়ার্ডে ৩জন ও ৩নং ওয়ার্ডে ৩জন মহিলা কাউন্সিরর প্রার্থী মোট ১০ প্রার্থী মনোয়ন পত্র দাখিল করেছেন।

মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বুধবার ও গতকাল বৃহস্পতিবার মনোয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ওয়ার্ড ভিত্তিক যেসকল সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থীরা মনোয়ন পত্র দাখিল করেছেন সেগুলো নি¤েœ ওয়ার্র্ড ভিত্তিক তুলে ধরা হলোঃ
১নং ওয়ার্ড ঃ বর্তমান প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ রুহুল আমিন মোল্লা, ও আবু জাফর সরকার। ২নং ওয়ার্ডঃ
২নং ওয়ার্ডঃ মোঃ আঃ সালাম খান ও মোঃ খোকন প্রধান।
৩নং ওয়ার্ডঃ সমাজ সেবক মোঃ মনির হোসেন ভুইয়া, বর্তমান কাউন্সিলর মোঃ জহিরুল হক, মোঃ মজিবুর রহমান মিয়াজী,মজিবুর রহমান সরকার, মোঃ শহীদ উল্যাহ সরকার।
৪নং ওয়ার্ডঃ বর্তমান কাউন্সিরর মোঃ শাহাদাৎ হোসেন খোকন ঢালী, মোঃ নাজমুল হাসান খান, মোঃ চাঁন মিয়া প্রধান, মোঃ ওমর খান, মোঃ মাহাবুব আলম ঢালী, মোঃ ছানা উল্যাহ সরকার, মোঃ আহসান উল্যাহম দর্জি।
৫নং ওয়ার্ডঃ মোঃ আঃ মান্নান বেপারী, মোঃ মজিবুর রহমান, মোঃ আল- আমিন, মোঃ এনায়েত উল্যাহ,মোঃ তাজের আহম্মেদ। ৬নং ওয়ার্ডঃ বর্তমান কাউন্সিলর মোঃ আল-আমিন সরকার, মোঃ জসিম উদ্দিন, মোঃ ইদ্রস আলী, সাবেক কমিশনার মো বিল্লøাল হোসেন সরকার, মোঃ আলমগীর হোসেন ফকির।
৭নং ওয়ার্ডঃ মোঃ সোহেল রানা, বর্তমান কাউন্সিলর আঃ মতিন মেম্বার, মোঃ ফেরদাউস প্রধান, মোঃ শফিকুল ইসলাম,মোঃ রুহুল কুদ্দুস, মোঃ ইসমাইল হোসেন, মোঃ আলমগীর মিায়াজী।
৮নং ওয়ার্ডঃ বর্তমান কাউন্সিরর মোঃ জামান সরকার, মোঃ বোরহান উদ্দিন প্রধান, মোঃ শাহজাহান, মোঃ বাবু প্রধান।
৯নং ওয়ার্ডঃ মোঃ আহসান হাবিব, মোঃ মোঃ গিয়াস উদ্দিন, মোঃ আবুল কালাম।
এছাড়া সংরক্ষিত মহিলা আসনে সেকল মহিলা কাউন্সিলর প্রার্থীরা মনোয়ন পত্র দাকিল করেছেন,সেগুলো ওয়ার্ড ভিত্তিক নি¤েœ তুলে ধরা হলোঃ
সংরক্ষিত ওয়ার্ড-১ (১,২,৩) আসনে বর্তমান মহিলা কাউন্সিলর সেলিনা বেগম, জুলেখা বেগম, মনোয়রারা বেগম,হালিমা বেগম। সংরক্ষি ওয়ার্ড ২ (৪,৫,৬) নং আসনে বর্তমান মহিলা কাউন্সিলর নাছিমা বেগম, জাকিয়া জান্নাত মিন্নাতুন নেছা লিলি।
সংরক্ষিত ওয়ার্ড ৩ (৭,৮,৯) আসনে শাহিনা আক্তার, মিসেস শিউলী বেগম, তাছলিমা আক্তার প্রমুখ।