Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জঙ্গিবিরোধী সভা
No Pic Chandpur Times
এ সংবাদের সংশ্লিষ্ট ছবি প্রকাশ হয়নি।

মতলব উত্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জঙ্গিবিরোধী সভা

সারাদেশে জঙ্গিবিরোধী সমাবেশের অংশ হিসেে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে শনিবার (৩ সেপ্টেম্বর) সন্ত্রাস,নাশকতা ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ও উপজেলার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনসুর আহম্মেদ এর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মন্টু কুমার মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ নেতা বাবু রাধেশ্যাম মন্ডল, মিজানুর রহমান হাওলাদার, ফারুকুল আমিন,মাওলানা মোস্তফা কামাল, রুহুল আমিন, দুলাল দেওয়ান,ইউপি সদস্য মিজানুর রহমান, বাবু হারাধন গোলদার, শিক্ষার্থী জান্নাতুল নাঈম, বায়েজিদ হোসেন, শিহাব শাহরিয়ার, তানজিলা আক্তার প্রমূখ। এরপর সমাবেশ শেষে বিভিন্ন প্লেকার্ড নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদমমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার অঙ্গিকারে শিক্ষক,ছাত্র-ছাত্রী,অভিভাবক ও এলাকার সূধীসমাজের নের্তৃবৃন্দের নিয়ে এক মাববন্ধন কর্মসূচী পালন করে।

উপজেলার গাজীপুর কে.এ.এল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শনিবার সকালে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন। ক্রীড়া শিক্ষক দেলোয়ার হোসেন এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি খাজা আহমেদ, ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ মজিবুর রহমান, মানিক মিয়াজী, জাকিয়া সুলতানা বেবী, সহকারি শিক্ষক আব্দুল মমিন, দশম শ্রেণির ছাত্রী জেরিন তাবাস্সুম, নবম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম প্রমূখ। এরপর সমাবেশ শেষে বিভিন্ন প্লেকার্ড নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদমমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার অঙ্গিকারে শিক্ষক,ছাত্র-ছাত্রী,অভিভাবক ও এলাকার সূধীসমাজের নের্তৃবৃন্দের নিয়ে এক মাববন্ধন কর্মসূচী পালন করে।
আরেক সংবাদের উপজেলার ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়েও অলিউল্যাহ সরকারের সভাপতিত্বে সন্ত্র্সা,নাশকতা ও জঙ্গিবিরোধী সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী গাজী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য কামাল হোসেন খান, সোহরাব হোসেন, মোয়াজ্জেম হোসেন সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেনজির আহম্মেদ, সিনিয়র শিক্ষক আব্দুল হক খান, নুর মোহাম্মদ, উম্মে সালমা মল্লিকা, গোলাম সারোয়ার, প্রমূখ।

এরপর সমাবেশ শেষে বিভিন্ন প্লেকার্ড নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদমমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার অঙ্গিকারে শিক্ষক,ছাত্র-ছাত্রী,অভিভাবক ও এলাকার সূধীসমাজের নের্তৃবৃন্দের নিয়ে এক মাববন্ধন কর্মসূচি পালন করে।

উপজেলার ছেংগারচর পৌরসভার সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়েও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আ’লীগ নেতা মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম মাস্টারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল হক পাটোয়ারী, ম্যানেজিং কমিটির দাতা সদস্য গোলাম হোসেন, মনির হোসেন বেপারী, আলমগীর হোসেন সরকার,আলাউদ্দিন প্রধান, মোঃ বিল্লাল হোসেন, জেসমিন আক্তার, মোঃ কামাল উদ্দিন প্রমূখ।

এরপর সমাবেশ শেষে বিভিন্ন সন্ত্রাস ও জঙ্গিবাদমমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার অঙ্গিকারে শিক্ষক,ছাত্র-ছাত্রী,অভিভাবক ও এলাকার সূধীসমাজের নের্তৃবৃন্দের নিয়ে এক মাববন্ধন কর্মসূচী পালন করে। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিুটর সভাপতি মোঃ আতিকুর রহমান
উপজেলার বাগানবাড়ী আইডিয়াল একাডেমির উদ্যোগে শনিবার বিকেলে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাগানবাড়ী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি সিরাজুল ইসলাম মাস্টাার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এসএম জিয়াউল হকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন বিএসসি, সাখাওয়াত হোসেন তুহিন, সাখাওয়াত হোসেন, আজিজুল ইসলাম, আলাউদ্দিন জমাদার, মাওলানা সালাউদ্দিন আহমেদ, অভিভাবক আব্দুর রশিদ মিয়াজী, আবুল কাশেম, দশম শ্রেণির ছাত্রী ইসরাত জাহান মিতু, আয়েশা আক্তার, মুন্নি আক্তার, নবম শ্রেণির ছাত্র লিমন সরকার, স্বর্ণা আক্তার প্রমূখ। সমাবেশে সরকারী কর্মকর্তা, শিক্ষক , সাংবাদিক, জন প্রতিনিধি ও শিক্ষার্থীরা ছাড়াও অভিভাবকরা অংশ নেন।

উপজেলার ওটারচর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শনিবার সকালে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালীতে নেতৃত্ব দেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও ওটারচর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম।

র‌্যালীটি বিদ্যালয় থেকে শুরু করে পার্শ্ববর্তী ২ কি.মি. ঘুরে বিদ্যালয়ে এসে শেষ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদ উল্যাহ প্রধান।

সাংবাদিক কামরুজ্জামান হারুণ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, সিনিয়র শিক্ষক আলী আকবর, মাহবুবুর রহমান, ক্রীড়া শিক্ষক গোলাম হায়দার মোল্লা, সহকারি শিক্ষক মোঃ ইব্রাহিম খান, মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, গোলাম কবির দুলাল, আল আমিন, জুম্মান হোসেন প্রমুখ

খান মোহাম্মদ কামাল : আপডেট, বাংলাদেশ সময় ৩:৩০ এএম, ৪ সেপ্টেম্বর ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply