Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে কাউন্সিলর কার্যালয়সহ ১০ দোকান ভাংচুর-লুটপাট
মতলবে কাউন্সিলর কার্যালয়সহ ১০ দোকান ভাংচুর-লুটপাট

মতলবে কাউন্সিলর কার্যালয়সহ ১০ দোকান ভাংচুর-লুটপাট

চাঁদপুরের মতলব দক্ষিণে শনিবার (৩ জুন) রাত নয়টায় গরদাগর বাড়ির আক্রাম সওদাগরের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে মতলব পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াহিদুজ্জামান মৃধার কার্যালয়সহ কমপক্ষে ১০টি দোকানপাট ভাংচুর, হামলা ও লুটপাট করেছে।

মতলব সরকারি হাসপাতাল সংলগ্ন চরমকুন্দি এলাকার সওদাগর বাড়িতে সালিস বৈঠককে কেন্দ্র করে এ হামলা হয়।

এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।

কাউন্সিলর আলহাজ্ব ওয়াহিদুজ্জামান মৃধা জানান সওদাগর বাড়িতে গত শুক্রবার (২ জুন) মামুন সওদাগরের মেয়ে রিনা বেগম কষ্টে দিনাতিপাত করছে। এলাকার কাশেম সওদাগেরর ছেলে পারভেজ, জুয়েল, রাজু, আক্রাম সওদাগর, নাজির ও অজির বিভিন্ন সময় মোবাইলে রিনা বেগমকে উত্যক্ত করতো। এ ঘটনাটি রিনা বেগেম এলাকার গন্যমান্য ব্যক্তিদেরকে জানিয়ে প্রতিকার না পেয়ে স্থানীয় কাউন্সিলর আলহাজ্ব ওয়াহিদুজ্জামান মৃধাকে ঘটনাটি জানালে আক্রাম হোসেন ও তার সঙ্গীয়রা রিনা বেগমের বাড়িতে গিয়ে হামলা করে এবং রিনা বেগম ও তার মাকে মারধর করে।

এ সময় তাদের ডাক চিৎকারে আশাপোশের লোকজন দৌড়ে এসে তাদেরকে উদ্ধার করে। এ ঘটনাকে কেন্দ্র করেই এই ওরা তান্ডব চালায় ।

পরে ঘটনাস্থাল পরিদর্শন করেন এসপি সার্কেল রাজন কুমার দাস, প্যানেল মেয়র অবুল বাসার পারভেজ, থানার এস আই শফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরবৃন্দ ।

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ২: ১০ এএম, ৪ জুলাই ২০১৭, রোববার
ডিএইচ

Leave a Reply