Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবের ৫৪ প্রতিষ্ঠানে মাদক ইভটিজিং ও বাল্য বিয়ের বিরুদ্ধে শপথ
মতলবের ৫৪ প্রতিষ্ঠানে মাদক ইভটিজিং ও বাল্য বিয়ের বিরুদ্ধে শপথ

মতলবের ৫৪ প্রতিষ্ঠানে মাদক ইভটিজিং ও বাল্য বিয়ের বিরুদ্ধে শপথ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলার ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শপথ গ্রহণ করেছেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে আজ ২৮ মার্চ বেলা ১১টায় উপজেলায় ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫০ হাজার ছাত্র-ছাত্রী শপথ গ্রহণ করে।

স্থানীয় নিউ হোস্টেল মাঠে উপজেলা সদরের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার ছাত্র-ছাত্রীকে মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম। এর পূর্বে বক্তব্য রাখেন, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ কুতুব উদ্দিন, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদিন প্রধান। এ সময় সহকারি কমিশনার (ভূমি) আইরিন আক্তার, মতলব প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ ও সুধীজন।

অপরদিকে ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪৪জন কর্মকর্তা একই সময়ে ছাত্র-ছাত্রীদেরকে শপথ বাক্য পাঠ করান।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
আপডেট, বাংলাদেশ সময় ০৭: ৫০ পিএম, ২৮ মার্চ ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply