Home / আন্তর্জাতিক / ভূ-মধ্যসাগরে ৫ শতাধিক প্রাণহাণির আশংকা
Trollar Dubi

ভূ-মধ্যসাগরে ৫ শতাধিক প্রাণহাণির আশংকা

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে পাঁচ শতাধিক অভিবাসীর প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ সোমবার ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা নৌকাডুবির বিষয়টি নিশ্চিত করেন। খবর বিবিসি ও ওয়াশিংটন পোস্টের।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডুবে যাওয়া নৌকা থেকে ৪১ জনকে উদ্ধার করা হয়েছে। গ্রিসের দক্ষিণাঞ্চলীয় শহর কালামাতা থেকে তাঁদের উদ্ধার করা হয়। তাঁরা জানিয়েছেন, নৌকাটিতে বেশির ভাগ যাত্রীই ছিলেন পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশের।

তারা ভূমধ্যসাগর হয়ে ইতালির দিকে যাচ্ছিলেন। এই যাত্রীরা বলছেন, তাঁদের সঙ্গে থাকা অন্তত ৫০০ যাত্রী ডুবে মারা গেছেন। তবে মৃত যাত্রীর সংখ্যা আনুষ্ঠানিক কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।

​ওয়াশিংটন পোস্ট জানায়, ইতালির পররাষ্ট্রমন্ত্রীও নৌকাডুবির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, তিনি বিস্তারিত কিছু জানাননি। নৌকাটিতে সোমলিয়ারও কয়েকজন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন মিসরে থাকা সোমালিয়ার একজন নারী।

তিনি বলেন, তাঁর তিনজন স্বজন গত বৃহস্পতিবার ওই নৌকায় ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু করেন। তাঁরাও মারা গেছেন। নৌকাডুবির সোমলিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ শোক প্রকাশ করেছেন।

নিউজ ডেস্ক : আপডেট ৫:৩০ এএম, ১৯ এপ্রিল ২০১৬, মঙ্গলবার
ডিএইচ