Home / চাঁদপুর / ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে চাঁদপুরে মতবিনিময় সভা
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে চাঁদপুরে মতবিনিময় সভা

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে চাঁদপুরে মতবিনিময় সভা

চাঁদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০১৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা বুধবার (৭ ডিসেম্বর) সিভিল সার্জনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. সাইফুর রহমান।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাৎ, সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আশরাফ আহমেদ চৌধুরী প্রমুখ।

এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহাবুবুর রহমান সুমন, দৈনিক চাঁদপুর প্রবাহের বার্তা সম্পাদক আল ইমরান শোভন প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. সাইফুর রহমান বলেন, সুস্থ্য জাতি গঠনে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। ভিটামিন ‘এ’ শিশুর অন্ধত্ব প্রতিরোধ করে। শিশুর শারীরিক বিকাশে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। তাই ৬-১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।

প্রতিবেদক- কবির হোসেন মিজি : আপডেট, বাংলাদেশ সময় ০৩:০০ এএম, ৮ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply