Home / চাঁদপুর / ‘ভাড়াটিয়ার তথ্য না পেলে পুলিশ তাদের ধরে নিয়ে আসবে’
ভাড়াটিয়ার তথ্য না পেলে পুলিশ তাদের ধরে নিয়ে আসবে
ফাইল ছবি

‘ভাড়াটিয়ার তথ্য না পেলে পুলিশ তাদের ধরে নিয়ে আসবে’

চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন, ‘বাড়িওয়ালাদের মধ্যে যারা ভাড়াটিয়াদের তথ্য এখনো দেননি। তাদের আগামি এক সপ্তাহের মধ্যে সকল ভাড়াটিয়াদের তথ্য পুলিশকে দিতে হবে। কোনো ভাড়াটিয়ার তথ্য না পেলে পুলিশ তাদের ধরে নিয়ে আসবে।’

সোমবার (৩ এপ্রিল) বিকেল ৪টায় চাঁদপুর মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘প্রতিটি বাড়িতে ভাড়াটিয়া দেয়ার আগে তাদের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করতে হবে। এজন্য সে তথ্য পুলিশকে দিতে হবে। ইতিমধ্যেই চাঁদপুর শহরের প্রতিটি বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হয়েছে।কোনো বাড়ির ভাড়াটিয়া অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত থাকলে সে দায়-দায়িত্ব বাড়ির মালিককে নিতে হবে।’

পুলিশ সুপার বলেন, ‘একটি গোষ্টি কোরআনের ভুল ব্যখ্যা দিয়ে যুবসমাজকে বিপদগামী করছে। আমাদের প্রতিটা মানুষের নিরাপত্তার জন্য সাবাইকে এগিয়ে আসতে হবে। পুলিশের একার পক্ষে এতোগুলো মানুষকে নিরাপত্তা দেয়া সম্ভব না।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্যাহ অলি’র সভাপতিত্বে ও কমিউটিনি পুলিশিং এর সিপিও হারুন উর রশীদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামান।

অন্যান্যদের মাঝে রাখেন জেলা কমিউনিটি পুলিশিং-এর ভারপ্রপ্ত সভাপতি কাজী শাহাদাত, সাবেক সভাপতি ডা. এসএম সহিদ উল্যাহ, সদর থানা পুলিশিংয়ের সভাপতি সালেহ উদ্দিন জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি শেখ আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক সাহেদুল হক মোর্শেদ, অঞ্চল ১২ এর সভাপতি নূর হোসেন খান, পৌর কাউন্সিলর নাছির চোকদার, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, অঞ্চল ২ এর সহ-সভাপতি শাহজাহান মাতাব্বর প্রমুখ।

আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ৯ : ৫০ পিএম, ৩ এপ্রিল ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply