Home / আবহাওয়া / ভারী বর্ষণে চট্টগ্রাম ও সিলেটে ভূমিধসের আশংকা
দেশে ভারী বর্ষণের সম্ভাবনা : চট্টগ্রাম ও সিলেটে ভূমিধসের আশংকা

ভারী বর্ষণে চট্টগ্রাম ও সিলেটে ভূমিধসের আশংকা

ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। আজ সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার এক সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে।

এ ছাড়া আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোসাগরে হালকা থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ৮: ০০ পিএম, ১৪ আগস্ট ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply