Home / আন্তর্জাতিক / ভারতে অ্যালকোহল পানে ৩৫ জনের মৃত্যু
ভারতে অ্যালকোহল পানে ৩৫ জনের মৃত্যু

ভারতে অ্যালকোহল পানে ৩৫ জনের মৃত্যু

ভারতের মুম্বাইয়ে বিষাক্ত অ্যালকোহল পানে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি এ খবর দিয়েছে।

পুলিশ বলেছে, বুধবার সকালে মালাদ এলাকার একটি বস্তির বাসিন্দারা অ্যালকোহল পানের পর অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে অন্তত আরও ২০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সর্বশেষ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, ভারতে অ্যালকোহল সস্তা ও সহজলভ্য হওয়ায় প্রায়ই এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটে। জানুয়ারি মাসে উত্তরপ্রদেশে অ্যালকোহল পানে ২৯ জনের মৃত্যু হয়।

এ ছাড়া ২০১১ সালে পশ্চিমবঙ্গে ১৭০ জন, ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে উত্তরপ্রদেশে ৩০ জন এবং ২০০৯ সালের জুলাই মাসে গুজরাটে একশ’ জনের বেশি মারা যায়।

আপডেট: বাংলাদেশ সময়   ০৪:২৪  অপরাহ্ণ, ১৯ জুন ২০১৫, শুক্রবার

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না