Home / ফিচার / ভাইরাল ফেইসবুক
ভাইরাল ফেইসবুক

ভাইরাল ফেইসবুক

হাসান এ.শুভ :
ফেইসবুক যোগাযোগের মডার্ন একটা মাধ্যম, আর সে ফেসবুকে কিছু অসাধু লোকজন পাবলিক টয়লেট বানিয়ে ফেলেছে।

এদিকে সমাজে কত যে ভাইরাল জন্মগ্রহণ করছে। ছড়িয়ে পড়েছে ভাইরাস। আর ভাইরাসের কারণে বিভিন্ন মানুষের মুখে বিভিন্ন কথা। বাস্তবে যা- আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ এক, তারঁ কোন অদ্বিতীয় নেই।” তবে ধর্ম নিয়ে কিছু বলতে চাই না বা লিখতে চাই না। কারণ বড় কোনো লেখক বা কলামিস্ট হতে পারি নাই।

এখন অন লাইন নিউজ এতো বিস্তার প্রভাব করছে যে, যখন যা ঘটে সংবাদ তখন সাথে সাথে আমরা পড়তে পারি।খুব তাজা সংবাদ।

আর এ তাজা সংবাদ পড়তে গিয়ে কিছু অদ্ভুত সংবাদ পড়ে হাসি ছাড়া কিছু করার থাকে না। এ যেমন ধাক্কা দিয়ে দালান বাঁকা করেছে বা ফেলে দিয়েছে, ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ কারো নির্দেশিত মোতাবেক ক্ষয় ক্ষতি এড়াতে পেরেছে। এ সকল অবাস্তব কথা শুনলে সবারই হাসি পাবে, তা যদি হয় শিক্ষিত লোকের মুখে। হ্যাঁ, আমি বিশ্বাস করি কিছু সচেতনতায় বা সাহায্য সহযোগিতায় অনেক রক্ষা পেয়েছে।

যদি বলা হয় ওনার/তাদের/তাঁহার নির্দেশে এই হাঁসটা সোনার ডিম পাড়ে বা ডিম দিয়েছে। তবে হ্যাঁ, ব্যাপারটা চমৎকার। গৌরবের ব্যাপার, সম্মানের ব্যাপার। যে ব্যাক্তির নির্দেশনায় সোনার ডিম দিয়েছে হাঁসটি তাকে নিয়ে আমরা এ জাতি মাথা উঁচু করে প্রসংশা করতে পারি।

তবে———-
যখন হাঁসটি হঠাৎ করে অন্য রকম একটা ডিম দেয় তখন ওই ডিম থেকে এক ধরনের পঁচা দুর্গন্ধ ছড়িয়ে পরে, ভাইরাল হয় পঁচা ডিম। নিউজের পাতায় পাতায় ছড়িয়ে পড়ে দুর্গন্ধ ডিমের সংবাদ।

আমরা কেন ভালো কিছুর মূল্যায়ন করি না, আর করলে বা কি ক্ষতি হয়। ভুলের এতো পর্যালোচনা না করে ভুল সংশোধনের পথ খুজতে কি পারি না আমরা।

খারাপটাকে বর্জন করুন, ভালোকে মূল্যায়ন করুন, আর ভুলের জন্য ক্ষমা চেয়ে ভুলকে সঠিক করুন। (লেখক, সাংবাদিক)

: আপডেট, বাংলাদেশ সময় ১১:৪০ পিএম, ২৩ মে ২০১৬, সোমবার
ডিএইচ

Leave a Reply