Home / বিশেষ সংবাদ / ভরণপোষণের দাবিতে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
ভরণপোষণের দাবিতে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

ভরণপোষণের দাবিতে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

মধুখালীর রায়পুর ইউনিয়নের ব্যাসদী গ্রামের জহুরা বেগম বাদী হয়ে পুত্রের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ২০১৩ সনের পিতা-মাতা ভোরণ-পোষণ আইনে মামলা দাখিল করেছেন। বিচারক মোহাম্মদ সুমন হোসেন বাদীর মামলা আমলে গ্রহণ করে আসামীর প্রতি সমন জারি করেছেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মানিক মজুমদার জানান, জহুরা বেগম ও তার স্বামী পাঁচু সরদার ভোরণ-পোষণ প্রদানের শর্তে তাদের শেষ সম্বল বসতবাড়ি পুত্র সেলিম সরদার ওরফে মধুর নামে হেবা দান পত্র হিসেবে লিখে দেন।

পুত্র সেলিম সরদার জানুয়ারি মাসের মধ্যভাগে পিতা-মাতার ভোরণ পোষণ না দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন। আয় উপার্জনহীন পিতা-মাতা অর্ধাহারে, অনাহারে দিনাতিপাত করার অবশেষে শনিবার বিকাল বেলা পুত্র সেলিমের কাছে প্রতিদিন মাত্র ৫০ টাকা করে ভোরণ-পোষণ দেয়ার দাবি করলে পুত্র সেলিম সরদার তা দিতে অস্বীকার জ্ঞাপন করেন।

বাদী জহুরা বেগম জানান, তার নিজস্ব মালিকানাধীন ৯ শতাংশ জমি ২৬ ডিসেম্বর ২০১১ সালে পুত্র সেলিম এর নামে ভোরণ-পোষণ দেয়ার সত্বে দান স্বত্ব হেবা দলিল রেজিস্ট্র করে দেয়। সে এখন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।

উল্লেখ, এ আইনে ফরিদপুরে এবারই প্রথম কোনো পিতা-মাতা সন্তানের বিরুদ্ধে ভোরণ-পোষণ আইনে দাবি করে মোকদ্দমা দায়ের করেছেন।

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৭: ২০ পিএম, ১৮ এপ্রিল ২০১৭, মঙ্গলবার
এজি

Leave a Reply