Home / চাঁদপুর / ব্র্যান্ডিংয়ে পদকপ্রাপ্তির কৃতিত্ব চাঁদপুরবাসীর : জেলা প্রশাসক
ব্র্যান্ডিংয়ে পদকপ্রাপ্তির কৃতিত্ব চাঁদপুরবাসীর : জেলা প্রশাসক

ব্র্যান্ডিংয়ে পদকপ্রাপ্তির কৃতিত্ব চাঁদপুরবাসীর : জেলা প্রশাসক

জাতীয়ভাবে জনপ্রশাসন পদকে মনোনীত চাঁদপুর জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল বলেছেন,‘চাঁদপুর জেলা ব্র্যান্ডিং দেশ সেরা হয়েছে। জাতীয়ভাবে জনপ্রশাসন পদকে মনোনীত হয়েছে চাঁদপুর। এটা চাঁদপুরবাসীর গর্বের ও অহংকারের। সবাই বলতে পারবে আমি চাঁদপুর জেলার মানুষ। ব্র্যান্ডিংয়ে জনপ্রশাসন পদকপ্রাপ্তির কৃতিত্ব জেলা প্রশাসনের একার নয়,এটা গোটা জেলাবাসীর।’

তিনি শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক বাংলোতে চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল এসব কথা বলেন ।

তিনি আরো বলেন,‘জেলার প্রতিটি মানুষের অবদান রয়েছে। সকল পেশার মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে। চাঁদপুর জেলা ব্র্যান্ডিংয়ের অপার সম্ভাবনার সৃষ্টি হয়েছে । আলোচনা-সমালোচনা থাকবে। এর মধ্যে আমাদের এগিয়ে যেতে হবে।’

ব্র্যান্ডিং মুখ্য নয়, ব্র্যান্ডিং মানুষকে জাগ্রত করা। প্রতিটি উন্নয়ন কাজকে ব্র্যান্ডিংয়ের আওতায় নিয়ে আসতে হবে। চাঁদপুরকে পরিস্কার-পরিচ্ছন্ন করা,সৌন্দর্য বর্ধন করা,মোলহেডকে পর্যটন শিল্প করাসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে।’

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি.এম শাহীনের পরিচালনায় বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত,দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা,দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী,চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল-ইমরান শোভন,সাধারণ সম্পাদক রিয়াদ ফৌরদেীস,সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ,৭১ টিভির প্রতিনিধি কাদের পলাশ,দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্যাহ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)আয়েশা বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো.মাসুদ হোসেনসহ অন্যান্য কমকর্তা ও স্থানীয় ও জাতীয় দৈনিকের সম্পাদক,ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রসঙ্গত,জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল সহ চাঁদপুরের ৬ জন জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদকের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। পদকপ্রাপ্ত অন্যান্যরা হলেন,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)বর্তমানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হাই,চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড.এএসএম দেলওয়ার হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মো.মাসুদ হোসেন,চাঁদপুর জেলা মৎস্য অফিসার মো.সফিকুর রহমান,চাঁদপুর সদর উপজেলা নিবাহী অফিসার কানিজ ফাতেমা।

চাঁদপুর জেলা ব্র্যান্ডিং কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করায় জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডলসহ চাঁদপুরের ৬ জনকে জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদক এর জন্য মনোনীত করা হয়।

রবিবার(২৩ জুলাই) সকাল ১১ টায় ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল সহ চাঁদপুরের এ ৬ জনকে এ পদক প্রদান করবেন।

প্রতিবেদক:শরীফুল ইসলাম
:আপডেট,বাংলাদেশ সময় ৫:৩৫ পিএম,২১ জুলাই ২০১৭,শুক্রবার
এজি

Leave a Reply