Home / চাঁদপুর / চাঁদপুরে সিকি কোটি জনসংখ্যায় ভোটের জন্যে প্রস্তুত ১৮ লাখ ২৫ হাজার
election office

চাঁদপুরে সিকি কোটি জনসংখ্যায় ভোটের জন্যে প্রস্তুত ১৮ লাখ ২৫ হাজার

ঘনিয়ে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। চাঁদপুরে ৫ টি সংসদীয় আসনে ৮ উপজেলায় মোট জনসংখ্যা প্রায় সিকি কোটি (২৫ লাখ)। এদের মধ্যে ১৮ লক্ষাধিক নিবন্ধিত ভোটার আসন্ন নির্বাচনে ভোটের জন্যে প্রস্তুত হচ্ছে।

অক্টোবরের মধ্যে সংসদীয় আসনের ভোটারের সিডি প্রস্তুত ও ভোটার তালিকা মুদ্রণ সম্পন্ন করার নির্দেশনা রয়েছে।

চাঁদপুর পরিসংখ্যান ব্যুরোর ২০১১ সালের জরিপে জেলার মোট জনসংখ্যা ২৪ লাখ ১৬ হাজার ১৮ জনের তথ্য পাওয়া গেছে।

জেলায় মৃত ভোটারদেরকে বাদ ও তরুণদের নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির মাধ্যমে হালনাগাদে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ২৫ হাজার ৫শ’৯০ জন। এরাই আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবে।

গত বছরের ডিসেম্বরে হালনাগাদ তালিকা প্রনয়ণ পর্যন্ত চাঁদপুর জেলা নির্বাচন অফিসের দেয়া তথ্যে মোট ভোটার সংখ্যা এ পরিসংখ্যান জানা গেছে।

প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর জেলায় ৮ উপজেলায় ২০১১ সালের চাঁদপুর পরিসংখ্যান ব্যুরো তথ্য মতে, পুরুষের সংখ্যা ১১ লাখ ৪৫ হাজার ৮’শ ৩১ জন এবং মহিলার সংখ্যা ১১ লাখ ৭০ হাজার ১’শ ৮৭ জন ।

এর মধ্যে চাঁদপুর সদরে ৪ লাখ ৬৫ হাজার ৯ শ’ ১৯ জন, ফরিদগঞ্জে ৩ লাখ ৯৬ হাজার ৬ শ’ ৮৩ জন, হাজীগঞ্জে ৩ লাখ ৩০ হাজার ৪ শ’ ৭৭ জন, মতলব দক্ষিণে ২ লাখ ১০ হাজার ৫০ জন, শাহরাস্তিতে ২ লাখ ২৯ হাজার ১ শ’ ১৮ জন, মতলব উত্তরে ২ লাখ ৯২ হাজার ৫৭ জন, হাইমচরে ১ লাখ ৯ হাজার ৫ শ’ ৭৫ জন এবং কচুয়ায় ৩ লাখ ৮২ হাজার ১ শ’ ৩৯ জন।

এদিকে জেলা নির্বাচন অফিসের তথ্য মতে জেলায় হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রম ডিসেম্বরের ২০১৭ শেষ হয় ।

হালনাগাদে অন্তর্ভূক্ত ভোটাররা প্রথমবারের মত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের মধ্যে দিয়েই নয়া ভোটাররা তাদের নাগরিক অধিকার নিশ্চিত করবে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রাষ্ট্রীয় কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ সৃষ্টি হবে তাদের।

এরইমধ্যে চাঁদপুর সদরের ১৪ টি ইউনিয়ন ও পৌরসভায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়ে গেছে। যে সব নাগরিক ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত হাল-নাগাদ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছেন আগের সহ নতুনদের এ স্মার্ট কার্ড প্রদান করা হবে।

চাঁদপুর সদরেই প্রথম পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রম শুরু হবে। উপজেলা নির্বাচন অফিস এ তথ্য নিশ্চিত করেছে। প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুর সদরের ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৯শ’ ৭২। পর্যায়ক্রমে চাঁদপুরের সকল উপজেলায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে ।

চাঁদপুর সদরের নির্বাচন কমিশনার মো.দেলোয়ার হোসেন চাঁদপুর টাইমসকে বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনের নির্দেশ ও প্রয়োজনীয় রি-এজেন্ট আসার পর পরই চাঁদপুর সদরের স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে।

এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনের আগে ভোটার তালিকা আর হালনাগাদের কোনো কর্মসূচি নেবে না নির্বাচন কমিশন। অক্টোবরের মধ্যে সংসদীয় আসনের ভোটারের সিডি প্রস্তুত ও ভোটার তালিকা মুদ্রণ সম্পন্ন করা হবে। হালনাগাদ শেষে বর্তমানে দেশে প্রায় ১০ কোটি ৪২ লাখ ভোটার রয়েছে। এরাই একাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।

প্রতিবেদক : আবদুল গনি
২৪ সেপ্টেম্বর, ২০১৮