Home / উপজেলা সংবাদ / হাইমচর / অপহরণের অভিযোগে হাইমচরে আটক ৩ : ব্যবসায়ী উদ্ধার
অপহরণের অভিযোগে হাইমচরে আটক ৩ : ব্যবসায়ী উদ্ধার

অপহরণের অভিযোগে হাইমচরে আটক ৩ : ব্যবসায়ী উদ্ধার

কক্সবাজার জেলার টেকনাফ এর ব্যবসায়ী আহম্মদ হোসেন (৪০) কে অপহরণের অভিযোগে চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর আলগী গ্রাম থেকে তিন জনকে আটক করেছে চাঁদপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৮ ডিসেম্বর) দিনগত রাতে হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের একটি বাড়ী থেকে ব্যবসায়ীকে উদ্ধার ও অপহরণের সাথে জড়িতদের আটক করা হয়।

আটকৃকতরা হলেন, সফিকুর রহমান গাজী (৪৮), নাছির পাঠান (২৩) ও মনির ঢালী (৩৮)

আহম্মদ হোসেন টেকনাফ মারিশ বুনিয়া এলাকার মৃত মৌলভী মোহাম্মদ সফির ছেলে।

অপহরনের উদ্দেশ্যে অন্যায় ভাবে ব্যবসায়ীকে আটক রেখে চাঁদা দাবি করায় ৩ অপহরনকারীদের বিরুদ্ধে হাইমচর থানায় সোমবার (১৯ ডিসেম্বর) মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৬।

ব্যবাসায়ী আহম্মদ হোসেন এর ভাই সালামত বলেন, সফিকুর রহমান গাজীর সাথে তার ভাই আহম্মদ হোসেনের সাথে গত এক বছর পূর্বে ব্যবসায়ীক সম্পর্ক হয়। সেই সূত্র ধরে তাকে চাঁদপুরে আসার জন্য আমন্ত্রণ জানান।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনের বেলায় আহম্মদ হোসাইন বাসযোগে চাঁদপুরের হাইমচরে আসেন। সেখানে আসলে তাকে সফিকুর রহমান গাজী ও তার সহযোগিরা সফিকুর রহমানের বোন জামাতা মনির হোসেনের বাড়িতে একটি কক্ষে আটক করে রাখেন।

এ সময় তারা মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের কাছ থেকে ৪ লাখ ৫ হাজার টাকা মুক্তিপন দাবি করে অভিযুক্তরা।

বিষয়টি সালামত কক্সবাজার পুলিশকে জানালে কক্সবাজার পুলিশ চাঁদপুরের পুলিশ সুপারকে অবহিত করেন।

পরে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আশ্ররাফুজ্জামানসহ গোয়েন্দা পুলিশ তাদেরকে আটক করে।

চাঁদপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেসকে আলম বলেন, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়াগেছে। তাদের বিরুদ্ধে আহম্মদ হোসেনের ভাই সালামত হাইমচর থানায় মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) তাদেরকে আদালতে পাঠানো হবে।

মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সম ১ : ০০ এএম, ২০ ডিসেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply