Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফর
বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফর

বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফর

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক শিক্ষা সফর শনিবার (৪ মার্চ) অনুষ্ঠিত হয়।

সকাল ৮টায় ৪টি বাস যোগে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা কমিটির সমন্বয়ে ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণীর প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী নিয়ে সোনারগাঁও এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

পথিমধ্যে নায়েরগাঁও বাজার এলাকায় সকলের নাস্তা বিতরণ করা হয়। দুপুর পোনে ১২টায় সোনারগাঁও গোস্তব্যস্থলে পৌছায়। পরে সোনারগাঁওয়ের সিয়াম আঞ্জুমান নামক একটি স্পটে গিয়ে ওঠে এবং কিছুক্ষণ বিশ্রাম ও ফ্রেশ হয়ে সোনারগাঁওয়ের যাদুঘর সহ প্রাচীনকালের স্মৃতি স্তম্ভগুলো ঘুরে ঘুরে প্রত্যক্ষ করেন। দুপুর ২টায় মধ্যাহ্ন ভোজ। বিকেলে ক্রীড়া প্রতিযোগিতা, সংগীত পরিবেশন, পুরুস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহম্মেদ।

এ সময় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য তৈয়ব আলী পেশকার, শওকত আলী জমাদার, কাজী মোঃ মোস্তফা, মোঃ ইছার উল্লাহ প্রধান, সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান সহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষা সফরের ৪টি বাস ভাড়াসহ সার্বিক সহযোগিতা করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ০৪: ৩০ এএম, ০৬ মার্চ ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply