Home / চাঁদপুর / বৃষ্টি উপেক্ষা করে চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ উদযাপন
বৃষ্টি উপেক্ষা করে চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ উদযাপন

বৃষ্টি উপেক্ষা করে চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট :

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রাসহ প্রায় ৪০টি গ্রামে ভোর থেকে প্রচুর বৃষ্টি উপেক্ষা করে উদযাপিত হয়েছে।

আজ শুক্রবার (১৭ জুলাই) সকাল দশটায় সাদ্রা সিনিয়র মাদ্রাসা ও দরবার শরীফ প্রাঙ্গনে ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন মাওলানা জাকারিয়া আল-মাদানী। সাদ্রার পাশ্ববর্তী গ্রাম সমেশপুরে দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ১১টায়। এসব ঈদের নামাজ জামায়াতে শত শত লোক অংশগ্রহণ করেন।

Eid salad-2

ঈদের নামাজ পড়তে আসা মুসল্লি আব্দুল্লাহ আল-মামুন চাঁদপুর টাইমসকে জানায়, জেলার প্রায় ৪০টি গ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মরহুম ইছহাক খান (রহ.) অনুসারীরা ঈদ উদযাপন করেছে। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

তিনি আরো বলেন, সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে মানুষ ঈদগাহ ময়দানে আসতে পারেনি। পরে ময়দানে সামিয়ানা টেনে বৃষ্টিরোধে ব্যবস্থা গ্রহণ করায় দেরী হলেও সকাল দশটায় নামাজ আদায় সম্ভব হয়েছে।

আপডেট :   বাংলাদেশ সময় : ০৪:৪৬ অপরাহ্ন, ০২ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, শুক্রবার ১৭ জুলাই ২০১৫

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি