Home / আবহাওয়া / কাল দিনের বেলায় ৫ ঘণ্টাব্যাপী চন্দ্রগ্রহণ
Super Moon

কাল দিনের বেলায় ৫ ঘণ্টাব্যাপী চন্দ্রগ্রহণ

আগামীকাল পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটবে। বাংলাদেশ সময় সোমবার সকাল ৮টা ৩৬ মিনিট ৩০ সেকেন্ডে উপচ্ছায়ায় চাঁদের প্রবেশের মাধ্যমে গ্রহণটি শুরু হবে।

বেলা ১টা ৪৮ মিনিটে শেষ হবে। পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে ১০টা ৪১ মিনিট ১৭ সেকেন্ডে। ১১টা ১২ মিনিট ১৬ সেকেন্ডে কেন্দ্রীয় (মূল) চন্দ্রগ্রহণ ঘটবে। পূর্ণগ্রহণ শেষ হবে ১১টা ৪৩ মিনিট ১৬ সেকেন্ডে। প্রচ্ছায়া থেকে চাঁদের নির্গমন হবে ১২টা ৫০ মিনিট ৩৯ সেকেন্ডে। উপচ্ছায়া থেকে চাঁদের নির্গমন হবে ১টা ৪৮ মিনিটে। ৫ ঘণ্টা সাড়ে ১১ মিনিট স্থায়ী এ গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ১.১৯৫৩।

আবহাওয়া অধিদফতরের (বিএমডি) উপ-পরিচালক আজিজুর রহমান জানান, দিনের বেলায় গ্রহণ হওয়ায় বাংলাদেশে তা দেখা যাবে না। তবে উত্তর ও দক্ষিণ আমেরিকায় গ্রহণটি পুরোপুরিভাবে এবং পশ্চিম ইউরোপ ও উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু স্থানে আংশিকভাবে দেখা যাবে।

বার্তা কক্ষ
২০ জানুয়ারি,২০১৯

Leave a Reply