Home / জাতীয় / রাজনীতি / বিএনপির পুনর্গঠনের পর নতুন উদ্যমে আন্দোলন
বিএনপির পুনর্গঠনের পর নতুন উদ্যমে আন্দোলন

বিএনপির পুনর্গঠনের পর নতুন উদ্যমে আন্দোলন

‎Sunday, ‎May ‎10, ‎2015  07:40:00 PM

স্টাফ করেসপন্ডেন্ট :

‘দলকে পুনর্গঠনের মাধ্যমে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পর নতুন উদ্যমে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলনে যাবে’ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে রোববার বিকেলে শ্রমিক দলের মে দিবস ও শ্রমিকদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

আ স ম হান্নান শাহ বলেন, ‘বিএনপির ঢাকা মহানগরসহ সারাদেশের কমিটি পুনর্গঠন করা হবে। পুনর্গঠনের এই প্রক্রিয়া চলছে। স্বল্প সময়ের মধ্যেই দল পুনর্গঠন করা হবে।’

তিনি বলেন, জনগণের দাবি আদায়ে ইতোমধ্যে অনেক মানুষের জীবন গেছে। দেড় লাখেরও বেশি মানুষ বাস্তুহারা হয়েছেন। বহু নেতাকর্মীকে কারাগারে যেতে হয়েছে। এসব নেতাকর্মীর মুক্তি দিয়ে দেশের সমস্যা সমাধানের জন্য সমঝোতা ও সংলাপের ব্যবস্থা করতে হবে।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফর, বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক জাফরুল হাসান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম প্রমুখ।

চাঁদপুর টাইমস : এমআরআর/2015

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes