Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে ২৪ হাজার শিক্ষার্থীর বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ
মতলবে ২৪ হাজার শিক্ষার্থীর বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ

মতলবে ২৪ হাজার শিক্ষার্থীর বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় জেলা প্রশাসনের নির্দেশে বুধবার (৮ মার্চ) বেলা ১১ টায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৫৫ শিক্ষা প্রতিষ্ঠানে ২৪ হাজার ৫ শ’ছাত্র-ছাত্রী একযোগে বাল্যবিবাহ বিরোধী শপথ বাক্য পাঠ করে।

উপজেলার মতলবগঞ্জ জে.বি পাইলট ও মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে বাল্যবিবাহ বিরোধী শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আ. রহিম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রাণী দাস তারা।

প্রধান অতিথি বলেন, ‘বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এ সামাজিক ব্যধি দূর করতে হলে সবাইকে সচেতন এবং ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলতে হবে। বাল্য বিয়ের কারণে সারা দেশে বিবাহ বিচ্ছেদ, নারী নির্যাতনসহ পারিবারিক নানা কলহ বিভেদ সৃষ্টি হয়ে থাকে। ছাত্র-ছাত্রীদেরকে এ ব্যাপারে সচেতন হতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন মতলবগঞ্জ জে.বি পাইলটের সহকারী প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমান, মতলবগঞ্জ পাইলট বালিকার সহকারী প্রধান শিক্ষক মো.মনির হোসেন, আধারা, নায়েরগাঁও, বরদিয়া কাজী সুলতান আহম্মেদ , মুন্সীরহাট, বহরী, দগরপুর আ.গণি, নারায়ণপুর পপুলার, নারায়ণপুর পপুলার বালিকা, বোয়ালিয়া, বোয়ালিয়া বালিকা, আলহাজ¦ তোফাজ্জ্বল হোসেন, আচলছিলা, পয়ালী, কাশিমপুর, কালিকাপুর, দিঘলদী এম এ ছাত্তার, কাচিয়ারা, কাচিয়ারা বালিকা, ডিঙ্গাভাঙা, মতলব দারুল উলুম, নওগাঁও, ঘিলাতলী, দিঘলদী, কাচিয়ারা, কালিকাপুর, বদরপুর, খর্গপুর, কালিয়াইশ মাদ্রাসা এবং মতলব ডিগ্রি কলেজ, মতলব রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ, মুন্সীরহাট কলেজ, নারায়ণপুর ডিগ্রি কলেজ, ড.এম শামছুল হক মডেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একই সময়ে বাল্যবিয়ের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদেরকে শপথ বাক্য পাঠ করান স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানগণ।

প্রতিবেদক-মাহফুজ মল্লিক
।। আপডটে,বাংলাদশে সময় ১০ : ৫৫ পিএম, ০৮ মার্চ ২০১৭ বুধবার

এজি/এইউ

Leave a Reply