Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে মাতৃত্বকালীন ভাতা পাচ্ছে ১৮৬ গর্ভবতী নারী
মতলবে মাতৃত্বকালীন ভাতা পাচ্ছে ১৮৬ গর্ভবতী নারী
ফাইল ছবি

মতলবে মাতৃত্বকালীন ভাতা পাচ্ছে ১৮৬ গর্ভবতী নারী

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬ ইউনিয়নে গরিব অসহায় হতদরিদ্র ১৮৬ গর্ভবতী নারীকে ভাতা দিচ্ছে সরকার।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের ‘দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান’ কর্মসূচী আওতায় ২০১৬ সালের জুলাই মাস থেকে ২০১৭ সালের জুন মাস পর্যন্ত প্রত্যেক গর্ভবতী নারীকে ভাতা প্রদান করা হবে।

উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় মতলব দক্ষিণ উপজেলার ৬ ইউনিয়নে (প্রত্যেক ইউনিয়নে ৩১ জন করে) ১৮৬ জন দরিদ্র গর্ভবতী মহিলাকে প্রতি মাসে ৫০০শত টাকা করে ২ বছরে ১২ হাজার টাকা ভাতা প্রদান করা হবে।

ইউনিয়নগুলোর মধ্যে রয়েছে নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, উপাদী উত্তর, উপাদী দক্ষিণ, নারায়ণপুর ও খাদেরগাঁও ইউনিয়ন।

৬ মাস পর পর এসব নারী স্থানীয় সোনালী ব্যাংকে নিজের হিসাব নম্বর থেকে টাকা উত্তোলন করবেন। তারা ওই ভাতা পাবেন ২০১৭ সালের জুন মাস পর্যন্ত।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম চাঁদপুর টাইমসকে জানান, ‘সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা অন্তঃসত্ত্বা দরিদ্র মায়েদের নামের তালিকা তৈরি করে কার্যালয়ে জমা দিয়েছেন। ওই তালিকা অনুযায়ী অন্তঃসত্ত্বা নারীরা ভাতার টাকা উত্তোলন করে নিচ্ছেন।

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply