Home / খেলাধুলা / চরম ভোগান্তির শিকার বাংলাদেশের ফুটবলাররা
football-najirpara-stadium
ফাইল ছবি

চরম ভোগান্তির শিকার বাংলাদেশের ফুটবলাররা

ফিলিস্তিনে যাওয়ার পথে ইসরাইল সীমান্তে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে।

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন ফিলিস্তিনে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অনুষ্ঠেয় এই আসরের ‘ই’ গ্রুপে বাংলাদেশ খেলবে তিনটি ম্যাচ। এ টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার পথে ইসরাইল সীমান্তে ভোগান্তির শিকার হতে হয়েছে বাংলাদেশের ফুটবলারদের। বাফুফে বিষয়টি নিশ্চিত করেছে।

আজ সোমবার বাংলাদেশ দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু ফিলিস্তিন থেকে জানিয়েছেন, জর্ডান থেকে সড়কপথে ইসরাইল হয়ে ফিলিস্তিনে যায় বাংলাদেশ ফুটবল দল। ইসরাইল সীমান্তে এই ভোগান্তির শিকার হতে হয়েছে ফুটবলারদের।

অনেকটা হতাশ হয়ে এ ব্যাপারে রুপু বলেন, ‘অনেক ঝামেলা ও ভোগান্তির পর আমরা ফিলিস্তিনে পৌঁছেছি। বিশেষ করে ইসরাইলে ঢোকার সময় সীমান্তে সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে আমাদের ফুটবলারদের। এটি খুবই দুঃখজনক। তারপর সেখানে থেকে দীর্ঘ ১২ ঘণ্টার ভ্রমণে ফিলিস্তিনে পৌঁছেছি আমরা। তাই দলের খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়ে।’

আসরে বাংলাদেশ দল প্রথম মাঠে নামবে ১৮ জুলাই, জর্ডানের বিপক্ষে। ‘ই’ গ্রুপে লাল-সবুজের দল পরের দুই ম্যাচে ২১ জুলাই তাজিকিস্তান ও ২৩ জুলাই স্বাগতিক ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৯:৫০ এ.এম, ১৮ জুলাই ২০১৭,মঙ্গলবার
ইব্রাহীম জুয়েল

Leave a Reply