Home / চাঁদপুর / বর্ণিল আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামে ক্রীড়া মাস উদ্বোধন
চাঁদপুর স্টেডিয়ামে ক্রীড়া মাস উদ্বোধন

বর্ণিল আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামে ক্রীড়া মাস উদ্বোধন

ক্রীড়ায় বিকশিত হউক তারুণ্য এই শ্লোগানতে ধারণ করে চাঁদপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ক্রীড়া মাসের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি এমপি বলেন, ‘অনেকেই এখানে আছেন যারা খেলোয়াড় নয় কিন্তু ক্রীড়া সংগঠকের সাথে জড়িত রয়েছে। চাঁদপুর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার পুরনো-হারনো ঐতিহ্য ফিরে আনার জন্য যারা একযোগে কাজ করছেন তারা আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এ জেলার বিরাট ঐতিহ্য ছিলো। ক্রীড়া, সাংস্কৃতিক, ব্যবসা-বাণিজ্য কিংবা শিক্ষার ক্ষেত্রে হোক এ জেলার বিরাট অগ্রগামী ছিলো। সে অবস্থান থেকে আমরা মাঝপথে অনেকটা পিছিয়ে পড়েছিলাম। আমরা এখন আবার সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে উদ্ধার করার জন্য আমরা সবাই কাজ করছি।’

জেলা প্রশাসককে কৃতজ্ঞতা জানিয়ে ডা. দীপু মনি বলেন, তিনি নিজে দাঁড়িয়ে থেকে সেই ঐতিহ্যকে ফিরে পাবার জন্য কাজ করছেন। আমাদের যে স্বপ্ন সফল করা, তার জন্য চাঁদপুরবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। চাঁদপুরের এখন পর্যটনের যে বিরাট সম্ভবনা রয়েছে তা আমাদের বাস্তবায়ন করতে হবে।’

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার শামসুন্নাহার ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন, আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. সেলিম আকবর, দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, অ্যাথলেটিক্স উপ-কমিটির সদস্য সচিব তাফাজ্জল হোসেন (এসডু) পাটওয়ারী, নতুন বাজার ক্রীড়া চক্রের সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, ক্লাব কাপ ফুটবল উপ-কমিটির সদস্য সচিব শাহির হোসেন পাটওয়ারী, কাবাডি উপ-কমিটির আহ্বায়ক আলহাজ ওমর পাটওয়ারী, সদস্য সচিব ডা. মো. সহিদুল্লাহ ক্রিকেট উপ-কমিটির সদস্য সচিব জাহিদুল ইসলাম রোমান, লন টেনিস উপ-কমিটির সদস্য সচিব শরীফ মো. আশ্রাফুল হক, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড, মজিবুর রহমান ভূঁইয়া, যুবলীগের যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, নাছির আহমেদ চোকদার প্রমুখ।

: আপডেট, বাংলাদেশ সময় ২:০০ এএম, ১৬ নভেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

চাঁদপুর স্টেডিয়ামে ক্রীড়া মাস উদ্বোধন

About The Author

প্রতিবেদক- শরীফুল ইসলাম

Leave a Reply