Home / উপজেলা সংবাদ / কচুয়া / ‘বঙ্গবন্ধু জীবন ও রক্ত বিসর্জন দিয়ে দেশের স্বাধীনতা এনেছে’
Mohiuddin Khan Alamgir
ফাইল ছবি।

‘বঙ্গবন্ধু জীবন ও রক্ত বিসর্জন দিয়ে দেশের স্বাধীনতা এনেছে’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবন বাজি ও রক্ত বিসর্জন করে এ দেশের স্বাধীনতা এনেছেন। আজকের এই দিনে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানাই। যারা বঙ্গবন্ধু ও তার স্ব-পরিবারকে হত্যা করেছে আমরা তাদের প্রতি চরম ঘৃণা জানাই।’

শনিবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কচুয়া যুবলীগের আয়োজনে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কোন ব্যক্তি নন, তিনি একজন প্রতিষ্ঠান। তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক এখনও স্বাধীনতা বিরোধী অপশক্তি তাকে বিভিন্নভাবে ঘায়েল করার চেষ্টা করছে। সময় এসেছে এসব ঘৃণ্য বিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।’

তিনি আরো বলেন, ‘৭৫ এর সেই কালো রাত্রিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকের যারা হত্যা করেছে তাদের অনেকের বিচার হয়েছে কিংবা বিচার কার্যক্রম চলছে। যারা পলাতক রয়েছে তাদেরকেউ দ্রুত আইনের আওতায় আনা হবে।’

উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালালের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, জেলা পরিষদ সদস্য রওনক আরা রতœা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, ইউপি চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল, কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, পৌর আওয়ামীলীগের আহবায়ক আক্তার হোসেন সোহেল ভূইয়া এলএলবি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম কবীর, অনুপ কান্তি দাস টিটু, উপজেলা যুবলীগের সদস্য গাজী কামাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মানিক মজুমদার সোহাগ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি প্রিন্স মানিক, সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয়, পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, কাদলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মুক্তার মজুমদার প্রমুখ।

একই দিনে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপজেলার ভূইয়ারা গ্রামে তুমুল বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে উঠান বৈঠক ও ভূইয়ারা গ্রামে সুন্দরী খালের উপর নব নির্মিত ব্রীজের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ ১১: ৫০ পিএম, ১২ আগস্ট ২০১৭, শনিবার
ডিএইচ

Leave a Reply