Home / সারাদেশ / বঙ্গবন্ধুকে অবমাননা : যুব লীগ নেত্রীর বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধুকে অবমাননা : যুব লীগ নেত্রীর বিরুদ্ধে মামলা

বঙ্গবন্ধুকে অবমাননা : যুব লীগ নেত্রীর বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অবমাননাকর পোস্ট দেয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগ নেত্রী ফারহানা মিলির বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে।

বুধবার(২৬ অক্টোবর)বিকেলে জেলা আওয়ামী যুবলীগের ক্রীড়া সম্পাদক মশিউর রহমান মামলা করেন। মামলার পর থেকেই অভিযুক্ত ফারহানা মিলি পলাতক বলে জানিয়েছে পুলিশ।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত এক হাজার টাকার নোটের ছবি দিয়ে ফারহানা মিলি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন। ওই পোস্টে বঙ্গবন্ধুকে অবমাননা করা হয়েছে অভিযোগ এনে জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মশিউর রহমান তথ্যপ্রযুক্তি আইনে ফারহানা মিলির বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন।

তিনি বলেন, ফারহানা মিলি নিজেকে যুব মহিলা লীগের নেত্রী বলে পরিচয় দিলেও আমরা জানতে পেরেছি যুব মহিলা লীগে তার কোনো পদবি নেই। মামলা রেকর্ড হওয়ার পর থেকেই মিলি পলাতক। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ০৯:১৭ পিএম, ২৬ অক্টোবর ২০১৬ বুধবার
এইউ

Leave a Reply