Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন
হাইমচরে ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

হাইমচরে ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

“অর্থ পুষ্ঠি স্বাস্থ্য চাই, দেশী ফলের গাছ লাগাই” এ প্রতিপাদ্য নিয়ে হাইমচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে মঙ্গলবার (১৮ জুলাই) ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন ককরা হয়েছে।

উদ্বোধক হাইমচর উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো. মঈন উদ্দিন।

এ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সভায় মিলিত হন।

উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ভজন হরি মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম কবির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল হাসান, হাইমচর থানা অফিসার ইনচার্জ রনোজিত রায়, উপজেলা আ’লীগের সহসভাপতি মো. কাউসার মিয়াজি, হাইমচর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স ডা. মো. সাইফুল ইসলাম সোহেল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাবিবুর রহমান তালুকদার পমুখ।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম শিকদারসহ উপজেলা কৃষি কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

প্রতিবেদক : বিএম ইসমাইল, হাইমচর
:আপডেট,বাংলাদেশ সময় ৯ :০০ পিএম, ১৮ জুলাই ২০১৭,মঙ্গলবার
এইউ

Leave a Reply