Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা
ফরিদগঞ্জ সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

ফরিদগঞ্জ সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

জহিরুল ইসলাম জয় :

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলার সাংসদ ড. মোহাম্মদ সামছুল হক ভূঁইয়া বলেন, ‘আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা হিসেবে আপনারা দল থেকে পাওয়া না পাওয়ার ক্ষোভ না রেখে দলের জন্যে কাজ করতে হবে।’

তিনি শনিবার ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে নেতা-কর্মীদের মাঝে বিভিন্ন দিক নির্দেশনার কথা তুলে বলেন, ‘আগামী ইউপি নির্বাচনের পূর্বেই দলের মধ্যে নানা সম্যসার সমাধানে উপজেলা আওয়ামী লীগের প্রতি ভরসা রাখতে হবে।’

সেই সাথে তিনি নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, ‘সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে টাকার মাধ্যমে দালালদের কাছ থেকে সাবধান হয়ে তাদেরকে শনাক্ত করে প্রতিরোধ করতে হবে। কেননা সরকারের উন্নয়নের মাপকাঠি যেন দালালরা সুযোগ না পায়। আমি নির্বাচিত হওয়ার পর এলাকার বিভিন্ন উন্নয়নের কাজ হাতে নিয়েছি। আপনাদের ইউনিয়নের রাস্তাঘাট, স্কুল-কলেজসহ নানাবিধ উন্নয়নে আপনাদেরকে নিয়ে কাজ করে যাবো।’

শনিবার বিকালে ইউনিয়ন পরিষদের হল রুমে ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা শারাফত উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির খান বাবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহেদুর রহমান রানা, সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারন সম্পাদক এইচএম হারুন অর রশীদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা তরুণ লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলমসহ ইউনিয়ন আওয়ামী যুব ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপডেট:   বাংলাদেশ সময়  ১১:০৮ অপরাহ্ণ, ২০ জুন ২০১৫, শনিবার

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না