Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন
ফরিদগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

ফরিদগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন

শামছুল আলম॥

আগামী ১০ জুন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখার নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়েছে। এ নির্বাচনে বৃহস্পতিবার ছিল প্রার্থীদের মনোয়নপত্র জমাদানের শেষ দিন।
মনোয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একাধিক প্রার্থী মনোয়নপত্র জমা দেন।

জানা যায়, উক্ত নির্বাচনে ১জনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কচুয়া উপজেলা সভাপতি তাজুল ইসলাম, সদস্য হিসেবে কাজ দায়িত্ব পালন করবে শাহরাস্তি উপজেলা সভাপতি আব্দুর রহিম ও হাইমচর উপজেলা সভাপতি মো. জাকির হোসেন।

এ নির্বাচনে ৩৫টি পদে প্রার্থী হিসেবে মনোয়নপত্র সংগ্রহ করেছেন ১০৬ জন, মনোয়নপত্র জমা হয়েছে ৮৯ টি, বাতিল হয়েছে ২টি। মনোয়ন প্রত্যাহারে শেষ তারিখ ৫ জুন দুপুর ১টা থেকে বিকাল ৫টা।

বৃহস্পতিবার মনোয়নপত্র জমাদানের সমাপনী দিনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল বাশার। এসময় তিনি নির্বাচনের দায়িত্ব পালনকারীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘শিক্ষা জাতির মেরুদ-, তা সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে এ নির্বাচন কমিটিকে প্রমাণ করতে হবে।’

চাঁদপুর টাইমস : ‍প্রতিনিধি/ডিএইচ/২০১৫