Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জে ১৪ ইউপি নির্বাচনে আ’লীগের ১৪ ও বিএনপির ৮ বিদ্রোহী প্রার্থী

ফরিদগঞ্জে ১৪ ইউপি নির্বাচনে আ’লীগের ১৪ ও বিএনপির ৮ বিদ্রোহী প্রার্থী

ফরিদগঞ্জ উপজেলার ১৪ ইউপি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির ২২ জন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১৪ জন আ’লীগের এবং ৮ জন বিএনপির। ইতোমধ্যে তারা প্রতীক নিয়ে প্রচারণায়ও নেমে গেছেন। উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে ২৩ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা হচ্ছেন- বালিথুবা পূর্ব ইউপিতে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো. হারুন-আর রশিদ (প্রতীক-আনারস), সুবিদপুর পশ্চিম ইউপিতে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মামুন মুন্সী (প্রতীক-আনারস), গুপ্টি পশ্চিম ইউপিতে বুলবুল আহাম্মদ (প্রতীক-আনারস), পাইকপাড়া উত্তর ইউপিতে কাজী মো. জহিরুল ইসলাম (প্রতীক-চশমা), পাইকপাড়া দক্ষিণ ইউপিতে সাবেক চেয়ারম্যান রমজান আলী খান (প্রতীক-চশমা), গোবিন্দপুর উত্তর ইউপিতে আবু তাহের সরকার (প্রতীক-আনারস), গোবিন্দপুর দক্ষিণ ইউপিতে সাবেক চেয়ারম্যান খাঁজা আহম্মেদ ভূঁইয়া (প্রতীক-আনারস), চর-দুঃখিয়া পূর্ব ইউপিতে সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল পাটওয়ারী (প্রতীক-মোটর সাইকেল), চর-দুঃখিয়া পশ্চিম ইউপিতে মিজানুর রহমান পাটওয়ারী (প্রতীক-চশমা), রূপসা উত্তর ইউপিতে উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ নূরের রহমান সুমন পাটওয়ারী (প্রতীক-আনারস), উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল কাদের মিলন চৌধুরী (প্রতীক-চশমা) ও মাওঃ মো. ইউনুছ (প্রতীক-মোটর সাইকেল) এবং রূপসা দক্ষিণ ইউপিতেউপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ওয়াহিদুর রহমান (প্রতীক-চশমা) ও শাহ আলম (প্রতীক-অটোরিক্সা)।

বিএনপির বিদ্রোহী প্রার্থীরা হচ্ছেন- বালিথুবা পূর্ব ইউপিতে মো. শাহাদাত হোসেন নয়ন (প্রতীক-চশমা), সুবিদপুর পশ্চিম ইউপিতে সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবুল চৌধুরী (প্রতীক-চশমা), গুপ্টি পশ্চিম ইউপিতে ইকবাল হোসেন (প্রতীক-চশমা), পাইকপাড়া উত্তর ইউপিতে মহসিন পাটওয়ারী (প্রতীক-মোটর সাইকেল), পাইকপাড়া দক্ষিণ ইউপিতে উপজেলা বিএনপির সহ-তাঁতী বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান পাটওয়ারী (প্রতীক-আনারস), চর-দুঃখিয়া পূর্ব ইউপিতে উপজেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন টেলু (প্রতীক-চশমা) ও সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাটওয়ারী (প্রতীক-আনারস) এবং চর-দুঃখিয়া পশ্চিম ইউপিতে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. শাহজাহান (প্রতীক- আনারস)।

১৪টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে আ’লীগের ১৪ জন এবং ৭টি বিএনপির ৮ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিদ্রোহীদের অধিকাংশের প্রতীক আনারস ও চশমা। শুধুমাত্র দু’জনের প্রতীক মোটর সাইকেল ও অটোরিক্সা। এদের মধ্যে অধিকাংশ আওয়ামী বিদ্রোহী আনারস প্রতীকধারী এবং অধিকাংশ বিএনপি বিদ্রোহী চশমা প্রতীকধারী।

ফরিদগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৫, মেম্বার পদে ৪৮০ এবং সংরক্ষিত নারী মেম্বার পদে ১০৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আ’লীগের ১৪ জন, বিএনপির ১৪ জন, ইসলামী আন্দোলনের ১১ জন, জাকের পার্টির ১ জনসহ বাকিরা মনোনয়নবঞ্চিত বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী ।

ফরিদগঞ্জে ১৪ ইউপি নির্বাচনে আ’লীগের ১৪ ও বিএনপির ৮ বিদ্রোহী প্রার্থী

About The Author

মাজহারুল ইসলাম অনিক

 

||আপডেট: ০৬:৩৭  অপরাহ্ন, ১০ এপ্রিল ২০১৬, রোববার

চাঁদপুর টাইমস /এমআরআর

Leave a Reply