Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে শ্রমিক লীগ নেতাকে ছাত্রলীগ নেতার মারধর
Mardhor

ফরিদগঞ্জে শ্রমিক লীগ নেতাকে ছাত্রলীগ নেতার মারধর

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর সভার কেরোয়া ব্রিজের পাশে সিএনজি মালিক ও শ্রমিক কমিটির চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমকে মারধর করেছে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রাব্বী। শনিবার (১৯ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি।
আহত জাহাঙ্গীর আলম বলেন, সকালে আমি ব্রিজের কাছে গেলে দেখতে পাই ছাত্রলীগ নেতা রাব্বীর নেতৃত্বে কতিপয় যুবক দাঁড়িয়ে আছে। তারা সিএনজি লাইনম্যানকে চাঁদা উত্তোলন করতে না করে। আমি কারণ জানতে চাইলে রাব্বী আমাকে কিল ঘুষি ও লাথি মারে। এসময় পাশ^বর্তী লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।
জানা যায়, সিএনজি মালিক ও শ্রমিক কমিটির নামে কেরোয়া ব্রিজের পাশে দীর্ঘ দিন ধরে চাঁদা উত্তোলন হচ্ছে। কিন্তু হঠাৎ করেই ছাত্রলীগের নেতারা উপজেলা আ’লীগের নেতাদের সুপারিশ করা পত্র দেখিয়ে সিএনজি মালিক ও শ্রমিক কমিটির লোকজনকে হটিয়ে চাঁদা উত্তোলন করতে যায়। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা নিজস্ব লাইনম্যান বসিয়ে চাঁদা উত্তোলন শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে চাঁদা উত্তোলন করতে নিষেধ করে।

এসর্ম্পকে রাব্বীর বক্তব্য জানার জন্য একাধীকবার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ১১ : ৫৯ পিএম, ১৯ আগস্ট ২০১৭, শনিবার
ডিএইচ

Leave a Reply