Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জে মাদকসেবীদের বিষ মেশানো খাবার খেয়ে ৯ জন অচেতন
ফরিদগঞ্জে মাদকসেবীদের বিষ মেশানো খাবার খেয়ে ৯ জন অচেতন

ফরিদগঞ্জে মাদকসেবীদের বিষ মেশানো খাবার খেয়ে ৯ জন অচেতন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গাজীরহাটে মানিক রাজ ইটভাটার ৮ শ্রমিক বিষ মিশ্রিত খাবার খেয়ে অচেতন হয়ে পড়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় রাতে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হচ্ছেন, সালাউদ্দিন, মাইন, জমশেদ, মাসুদ, কবির, সোহেল, বাবুল।

জানা যায়, নোয়াখালী থেকে শ্রমিকরা ওই ইটভাটায় কাজ করতো। শ্রমিকরা রাতে ইটভাটায় আলাদা ঘরে রাত্রিযাপন করতো। রাতের তাদের থাকার আশে-পাশের ঘরে এলাকার স্থানীয় কিছু মাদকসেবীরা এখানে এসে আড্ডা দেয় এবং মাদকসেবন করে আসছে। কিন্তু শ্রমিকরা তাদেরকে বাধা দেয়ায়, তাদের সাথে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। পরে তারা শ্রমিকদের দেখিয়ে দেবে বলে হুমকি দেয়। পরের দিন শ্রমিকরা কাজে বের হলে ঘরে মাদকসেবীরা প্রবেশ করে খাবারের সাথে বিশ মিশিয়ে দেয়। ওই খাবার খেয়েই শ্রমিকরা সকলে অসু্স্থ হয়ে পড়ে।

হাসপাতালের কর্ত্যব্যরত চিকৎসক জানায়, শ্রমিকরা বিষ মিশ্রিত খাবার খেয়েছে, কয়েকজনের অবস্থা গুরুতর দেখে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

ইটভাটার মালিক জানায়, মাদকসেবীদের বাধা দেয়ায়, তার দেখিয়ে দিবে বলেছে। সে হিসেবে প্রতিশোধপরায়ণ হয়ে শ্রমিকদের খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজ ডেস্ক ।। ।। ০৭:১০ পিএম, ২৯ নভেম্বর ২০১৫, রোববার

ডিএইচ